ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

কোকা-কোলার বোতলে বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর আমেজ

  • আপডেট সময় : ০২:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • ১১৩ বার পড়া হয়েছে

অর্থ-বাণিজ্য ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখতে কোক বোতল ও ক্যানের গায়ে ‘হ্যাপি ফিফটি’ শীর্ষক বিশেষ নকশা প্রকাশ করেছে কোমল পানীয় কোম্পানি কোকা-কোলা বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের আনন্দ বাংলাদেশের সব নাগরিক ও ভোক্তার সঙ্গে ভাগাভাগি করার উদ্দেশ্যেই কোকের গায়ে নতুন এই লেবেল প্রকাশ করা হয়েছে। কোকা-কোলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ নকশার নতুন লেবেলটি এরই মধ্যে বাজারে এসেছে। কোকা-কোলার ৫০০ ও ৬০০ এমএল বোতলের পাশাপাশি ২৫০ এমএলের ক্যানের গায়ে শোভা পাচ্ছে। বিশেষ বিশেষ উপলক্ষ সামনে রেখে পণ্যের গায়ে বিশেষ নকশা/লেবেল প্রকাশ করে থাকে কোকা-কোলা। গত ৫০ বছরে বাংলাদেশের সেরা অর্জনগুলো তুলে ধরে থিমভিত্তিক বৃহদাকৃতির ছয়টি বিশেষ রেপ্লিকা স্থাপন করেছে কোম্পানিটি, ‘ফ্রম দ্য ওয়ার্ল্ড টু বাংলাদেশ’ শীর্ষক ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্বের ৬০টিরও বেশি দেশের নাগরিকদের ভিডিও শুভেচ্ছাবার্তা প্রকাশের সুযোগও করে দিয়েছে। এছাড়াও ‘হ্যাপি ফিফটি বাংলাদেশ’ শিরোনামে অর্ণবের গাওয়া বিশেষ দেশাত্মবোধক গান ও ভিডিওচিত্র প্রকাশ করেছে কোকা-কোলা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কোকা-কোলার বোতলে বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর আমেজ

আপডেট সময় : ০২:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১

অর্থ-বাণিজ্য ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখতে কোক বোতল ও ক্যানের গায়ে ‘হ্যাপি ফিফটি’ শীর্ষক বিশেষ নকশা প্রকাশ করেছে কোমল পানীয় কোম্পানি কোকা-কোলা বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের আনন্দ বাংলাদেশের সব নাগরিক ও ভোক্তার সঙ্গে ভাগাভাগি করার উদ্দেশ্যেই কোকের গায়ে নতুন এই লেবেল প্রকাশ করা হয়েছে। কোকা-কোলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ নকশার নতুন লেবেলটি এরই মধ্যে বাজারে এসেছে। কোকা-কোলার ৫০০ ও ৬০০ এমএল বোতলের পাশাপাশি ২৫০ এমএলের ক্যানের গায়ে শোভা পাচ্ছে। বিশেষ বিশেষ উপলক্ষ সামনে রেখে পণ্যের গায়ে বিশেষ নকশা/লেবেল প্রকাশ করে থাকে কোকা-কোলা। গত ৫০ বছরে বাংলাদেশের সেরা অর্জনগুলো তুলে ধরে থিমভিত্তিক বৃহদাকৃতির ছয়টি বিশেষ রেপ্লিকা স্থাপন করেছে কোম্পানিটি, ‘ফ্রম দ্য ওয়ার্ল্ড টু বাংলাদেশ’ শীর্ষক ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্বের ৬০টিরও বেশি দেশের নাগরিকদের ভিডিও শুভেচ্ছাবার্তা প্রকাশের সুযোগও করে দিয়েছে। এছাড়াও ‘হ্যাপি ফিফটি বাংলাদেশ’ শিরোনামে অর্ণবের গাওয়া বিশেষ দেশাত্মবোধক গান ও ভিডিওচিত্র প্রকাশ করেছে কোকা-কোলা।