ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫

কে হতে পারেন ব্রাজিলের পরের কোচ

  • আপডেট সময় : ০৭:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: দরিভাল জুনিয়রকে বরখাস্ত করে আপাতত ‘মুক্তি’ খুঁজে নিল ব্রাজিল। তবে স্বস্তির আশ্রয় তারা খুঁজে পাবে কোথায়? এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিই, কে হতে পারেন ব্রাজিলের পরবর্তী প্রধান কোচ। প্রায় ১৪ মাসের ঝঞ্ঝা-বিক্ষুব্ধ সময় পেরিয়ে অবশেষে ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব থেকে শুক্রবার বরখাস্ত করা হয়েছে দরিভালকে। মূলত আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পর তাকে নিয়ে আর ধৈর্য রাখতে পারেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ব্রাজিলের ক্লাব ফুটবলে সাফল্যের পর গত বছর জাতীয় দলের দায়িত্ব নিয়ে তার শুরুটা ছিল আশা জাগানিয়া। ইংল্যান্ডকে হারিয়ে শুরুর পর স্পেনের সঙ্গে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ৩-৩ গোলে ড্র করেছিল ব্রাজিল। তবে পরের সময়টায় সেই সম্ভাবনার পূর্ণতা আর পায়নি।

দু-একবার এক-আধটু ঝলক দেখানো ছাড়া ক্রমেই ফিকে হতে থাকে পারফরম্যান্সের রঙ। অবনতির পথ ধরেই আসে আর্জেন্টিনার বিপক্ষে বিব্রতকর হার। বাছাইয়ের ইতিহাসে প্রথমবার ব্রাজিলের জালে গোল হয় চারটি। চলতি বাছাইয়ে অবশ্য এরকম অনাকাঙ্ক্ষিত অনেক প্রথম কিছুর স্বাদ পেতে হয়েছে ব্রাজিলকে। বাছাইয়ে এখনও পর্যন্ত ১৪ ম্যাচের পাঁচটিতে হেরেছে ব্রাজিল, গোল হজম করেছে ১৪টি। বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে এত বেশি ম্যাচ তারা কখনও হারেনি আগে, এত বেশি গোলও হজম করতে হয়নি আগে। ২০২৩ সালে মারাকানায় আর্জেন্টিনার কাছে হেরে যায় তারা। দেশের মাঠে বাছাইয়ে তাদের ইতিহাসের প্রথম পরাজয় সেটি। এছাড়াও বাছাইয়ে প্রথমবারের মতো কলম্বিয়ার কাছে হেরে যায় তারা, উরুগুয়ের বিপক্ষে দুই দশকের বেশি সময়ের অপরাজেয় পথচলা শেষ হয়, আফ্রিকার কোনো দলের কাছে আগে কখনও না হারলেও এই দফায় মরক্কো ও সেনেগালের কাছে পরাজয়ের কলঙ্ক সঙ্গী হয়। আগামী বছরের বিশ্বকাপে তাদের খেলার শঙ্কা অবশ্য খুব একটা নেই। তবে ক্লাব ফুটবলের তারকাদের নিয়ে ঠাসা দল হয়েও যা পারফরম্যান্স, তাতে বিশ্বকাপে ভালো কিছু করা বা ব্রাজিলিয়ান ফুটবলের সুদিন ফেরানোর আশা করা আপাতত কঠিন। নতুন কোচের সামনে চ্যালেঞ্জ থাকবে সেই আশা জাগিয়ে তোলা।

আপাতত সম্ভাব্য কোচ হিসেবে দুজনকে নিয়েই আলোচনা বেশি সংবাদমাধ্যমে কার্লো আনচেলত্তি ও জর্জি জেজুস। আনচেলত্তি ব্রাজিলের পুরোনো ‘টার্গেট।’ দরিভালের আগে তাকে পাওয়ার আশায় ছিল তারা। রেয়াল মাদ্রিদের কোচকে নিজেদের করে পেতেই ভারপ্রাপ্ত কোচ দিয়ে দীর্ঘদিন কাজ চালিয়ে নেওয়া হচ্ছিল। কিন্তু রেয়ালের সঙ্গে সম্পর্ক শেষ করেননি ইতিহাসের সফলতম কোচদের একজন। ব্রাজিলকেও তাই বিকল্প বেছে নিতে হয়। এখন আবার তারা আনচেলত্তিকে পেতে জোর চেষ্টা করছে বলেই খবর। চলতি মৌসুমই ইতালিয়ান এই কোচের রেয়াল মাদ্রিদ অধ্যায় শেষ হবে, এমন গুঞ্জনও জোরাল। যদিও তার চুক্তি ২০২৬ পর্যন্ত। তবে শাবি আলোন্সোকে কোচের দায়িত্ব দেবে ইউরোপের সফলতম ক্লাবটি, এমন আলোচনা আছে। আনচেলত্তি অবশ্য আগেই বলেছেন, রেয়ালই তার কোচিংয়ের শেষ দল, এরপর অবসরে যাবেন। তবে তার মনোভাব বদলাতে আরেকবার চেষ্টা করছে ব্রাজিল। আনচেলত্তি যদিও শুক্রবার সংবাদ সম্মেলনে এই আলোচনার গভীরেই যেতে চাননি।

“আমার চুক্তিই (২০২৬ পর্যন্ত) তো উত্তর দিয়ে দিচ্ছে। বাড়তি কিছু যোগ করার নেই। ব্রাজিল দল, তাদের ফুটবলার ও সমর্থকদের প্রতি আমার অনুরাগ প্রবল। তবে রেয়াল মাদ্রিদে আমার তো চুক্তি আছে।” কিছু সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জর্জি জেজুসই আপাতত এগিয়ে। বিশেষ করে ইএসপিএন ব্রাজিলের খবর, পর্তুগিজ এই কোচই এখন ফেভারিট। ৭০ বছর বয়সী কোচ ২০২৩ সাল খেকে দায়িত্বে আছেন সৌদি আরবের ক্লাব আল হিলালের। প্রায় ৩৫ বছরের সুদীর্ঘ কোচিং ক্যারিয়ারে ১৮টির মতো দলের কোচ ছিলেন তিনি। খানিকটা সংযোগ আছে ব্রাজিলের সঙ্গেও। তার কোচিংয়ে ২০১৯ সালে কোপা লিবের্তাদোরেস জিতেছিল ফ্লামেঙ্গো। তার এক বছরের দায়িত্বে পাঁচটি ট্রফি জিতেছিল ব্রাজিলিয়ান ক্লাবটি। ৫৭ ম্যাচের মধ্যে জিতেছিল ৪৩টিতেই। সত্যিই তিনি দায়িত্ব পেলে ৬০ বছর পর ব্রাজিলের কোচ হবেন ভিন দেশের কেউ। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবর, এই দুজনের সঙ্গে ব্রাজিলের পছন্দের সংক্ষিপ্ত তালিকায় আছেন পেপ গুয়ার্দিওলা। ক্লাব ফুটবলে সবকিছু জয় করা এই কোচ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ইচ্ছের কথা বলেছেন নানা সময়ে। টমাস টুখেলের আগে তার ইংল্যান্ডের কোচ হওয়ার সম্ভাবনা নিয়েই আলোচনা ছিল বেশ। যদিও সে গুঞ্জন বেশি স্থায়ী হয়নি। ম্যানচেস্টার সিটিতে গত বছর নতুন চুক্তি করেন তিনি। চলতি মৌসুম শেষে আরও দুই মৌসুম দায়িত্বে থাকার কথা তার। ব্রাজিলের সম্ভাব্য কোচ নিয়ে আগামী কিছুদিন নানা জল্পনা তাই শোনা যাবে নিশ্চিতভাবেই। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পরের ম্যাচ আগামী জুনে। বিশ্বকাপ বাছাইয়ে একুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে খেলবে তারা।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কে হতে পারেন ব্রাজিলের পরের কোচ

আপডেট সময় : ০৭:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

ক্রীড়া ডেস্ক: দরিভাল জুনিয়রকে বরখাস্ত করে আপাতত ‘মুক্তি’ খুঁজে নিল ব্রাজিল। তবে স্বস্তির আশ্রয় তারা খুঁজে পাবে কোথায়? এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিই, কে হতে পারেন ব্রাজিলের পরবর্তী প্রধান কোচ। প্রায় ১৪ মাসের ঝঞ্ঝা-বিক্ষুব্ধ সময় পেরিয়ে অবশেষে ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব থেকে শুক্রবার বরখাস্ত করা হয়েছে দরিভালকে। মূলত আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পর তাকে নিয়ে আর ধৈর্য রাখতে পারেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ব্রাজিলের ক্লাব ফুটবলে সাফল্যের পর গত বছর জাতীয় দলের দায়িত্ব নিয়ে তার শুরুটা ছিল আশা জাগানিয়া। ইংল্যান্ডকে হারিয়ে শুরুর পর স্পেনের সঙ্গে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ৩-৩ গোলে ড্র করেছিল ব্রাজিল। তবে পরের সময়টায় সেই সম্ভাবনার পূর্ণতা আর পায়নি।

দু-একবার এক-আধটু ঝলক দেখানো ছাড়া ক্রমেই ফিকে হতে থাকে পারফরম্যান্সের রঙ। অবনতির পথ ধরেই আসে আর্জেন্টিনার বিপক্ষে বিব্রতকর হার। বাছাইয়ের ইতিহাসে প্রথমবার ব্রাজিলের জালে গোল হয় চারটি। চলতি বাছাইয়ে অবশ্য এরকম অনাকাঙ্ক্ষিত অনেক প্রথম কিছুর স্বাদ পেতে হয়েছে ব্রাজিলকে। বাছাইয়ে এখনও পর্যন্ত ১৪ ম্যাচের পাঁচটিতে হেরেছে ব্রাজিল, গোল হজম করেছে ১৪টি। বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে এত বেশি ম্যাচ তারা কখনও হারেনি আগে, এত বেশি গোলও হজম করতে হয়নি আগে। ২০২৩ সালে মারাকানায় আর্জেন্টিনার কাছে হেরে যায় তারা। দেশের মাঠে বাছাইয়ে তাদের ইতিহাসের প্রথম পরাজয় সেটি। এছাড়াও বাছাইয়ে প্রথমবারের মতো কলম্বিয়ার কাছে হেরে যায় তারা, উরুগুয়ের বিপক্ষে দুই দশকের বেশি সময়ের অপরাজেয় পথচলা শেষ হয়, আফ্রিকার কোনো দলের কাছে আগে কখনও না হারলেও এই দফায় মরক্কো ও সেনেগালের কাছে পরাজয়ের কলঙ্ক সঙ্গী হয়। আগামী বছরের বিশ্বকাপে তাদের খেলার শঙ্কা অবশ্য খুব একটা নেই। তবে ক্লাব ফুটবলের তারকাদের নিয়ে ঠাসা দল হয়েও যা পারফরম্যান্স, তাতে বিশ্বকাপে ভালো কিছু করা বা ব্রাজিলিয়ান ফুটবলের সুদিন ফেরানোর আশা করা আপাতত কঠিন। নতুন কোচের সামনে চ্যালেঞ্জ থাকবে সেই আশা জাগিয়ে তোলা।

আপাতত সম্ভাব্য কোচ হিসেবে দুজনকে নিয়েই আলোচনা বেশি সংবাদমাধ্যমে কার্লো আনচেলত্তি ও জর্জি জেজুস। আনচেলত্তি ব্রাজিলের পুরোনো ‘টার্গেট।’ দরিভালের আগে তাকে পাওয়ার আশায় ছিল তারা। রেয়াল মাদ্রিদের কোচকে নিজেদের করে পেতেই ভারপ্রাপ্ত কোচ দিয়ে দীর্ঘদিন কাজ চালিয়ে নেওয়া হচ্ছিল। কিন্তু রেয়ালের সঙ্গে সম্পর্ক শেষ করেননি ইতিহাসের সফলতম কোচদের একজন। ব্রাজিলকেও তাই বিকল্প বেছে নিতে হয়। এখন আবার তারা আনচেলত্তিকে পেতে জোর চেষ্টা করছে বলেই খবর। চলতি মৌসুমই ইতালিয়ান এই কোচের রেয়াল মাদ্রিদ অধ্যায় শেষ হবে, এমন গুঞ্জনও জোরাল। যদিও তার চুক্তি ২০২৬ পর্যন্ত। তবে শাবি আলোন্সোকে কোচের দায়িত্ব দেবে ইউরোপের সফলতম ক্লাবটি, এমন আলোচনা আছে। আনচেলত্তি অবশ্য আগেই বলেছেন, রেয়ালই তার কোচিংয়ের শেষ দল, এরপর অবসরে যাবেন। তবে তার মনোভাব বদলাতে আরেকবার চেষ্টা করছে ব্রাজিল। আনচেলত্তি যদিও শুক্রবার সংবাদ সম্মেলনে এই আলোচনার গভীরেই যেতে চাননি।

“আমার চুক্তিই (২০২৬ পর্যন্ত) তো উত্তর দিয়ে দিচ্ছে। বাড়তি কিছু যোগ করার নেই। ব্রাজিল দল, তাদের ফুটবলার ও সমর্থকদের প্রতি আমার অনুরাগ প্রবল। তবে রেয়াল মাদ্রিদে আমার তো চুক্তি আছে।” কিছু সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জর্জি জেজুসই আপাতত এগিয়ে। বিশেষ করে ইএসপিএন ব্রাজিলের খবর, পর্তুগিজ এই কোচই এখন ফেভারিট। ৭০ বছর বয়সী কোচ ২০২৩ সাল খেকে দায়িত্বে আছেন সৌদি আরবের ক্লাব আল হিলালের। প্রায় ৩৫ বছরের সুদীর্ঘ কোচিং ক্যারিয়ারে ১৮টির মতো দলের কোচ ছিলেন তিনি। খানিকটা সংযোগ আছে ব্রাজিলের সঙ্গেও। তার কোচিংয়ে ২০১৯ সালে কোপা লিবের্তাদোরেস জিতেছিল ফ্লামেঙ্গো। তার এক বছরের দায়িত্বে পাঁচটি ট্রফি জিতেছিল ব্রাজিলিয়ান ক্লাবটি। ৫৭ ম্যাচের মধ্যে জিতেছিল ৪৩টিতেই। সত্যিই তিনি দায়িত্ব পেলে ৬০ বছর পর ব্রাজিলের কোচ হবেন ভিন দেশের কেউ। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবর, এই দুজনের সঙ্গে ব্রাজিলের পছন্দের সংক্ষিপ্ত তালিকায় আছেন পেপ গুয়ার্দিওলা। ক্লাব ফুটবলে সবকিছু জয় করা এই কোচ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ইচ্ছের কথা বলেছেন নানা সময়ে। টমাস টুখেলের আগে তার ইংল্যান্ডের কোচ হওয়ার সম্ভাবনা নিয়েই আলোচনা ছিল বেশ। যদিও সে গুঞ্জন বেশি স্থায়ী হয়নি। ম্যানচেস্টার সিটিতে গত বছর নতুন চুক্তি করেন তিনি। চলতি মৌসুম শেষে আরও দুই মৌসুম দায়িত্বে থাকার কথা তার। ব্রাজিলের সম্ভাব্য কোচ নিয়ে আগামী কিছুদিন নানা জল্পনা তাই শোনা যাবে নিশ্চিতভাবেই। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পরের ম্যাচ আগামী জুনে। বিশ্বকাপ বাছাইয়ে একুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে খেলবে তারা।