ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

কে হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী?

  • আপডেট সময় : ০১:০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
  • ১৫৬ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে টিকে রইলেন ঋষি সুনাক এবং লিজ ট্রাস। একইসঙ্গে, ক্ষমতাসীন টোরি দলের নেতা হওয়ার পথেও এখন এই দুজনই রয়েছেন। বুধবারের (২০ জুলাই) ভোটাভুটিতে তৃতীয় হয়ে লড়াই থেকে বাদ পড়লেন পেনি মরডন্ট। এ দফায় ঋষি পেয়েছেন ১৩৭ ভোট, লিজ ট্রাস ১১৩ এবং পেনি ১০৫ ভোট। এদিকে, এ পর্যন্ত হওয়া ভোটাভুটির সবগুলোতেই ঋষি সুনাক এক নম্বরে ছিলেন। শেষ রাউন্ডের ভোটে মুখোমুখি হবেন ঋষি এবং লিজ ট্রাস। বরিস জনসন মন্ত্রিসভার দুই সদস্যের লড়াইয়ে যিনি বিজয়ী হবেন, তিনিই ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করবেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে তার শেষ প্রশ্নোত্তরপর্বে জনসন বলেছেন, তার পর যিনি প্রধানমন্ত্রী হবেন, তার প্রতি পরামর্শ হলো, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ থাকবেন, ইউক্রেনের পাশে থাকবেন এবং বিশ্বের সর্বত্র গণতন্ত্র ও স্বাধীনতার জন্য লড়াই করবেন। জনসন বলেন, সবাই দেশকে করোনার কবল থেকে বের করে আনার জন্য কাজ করছি। সফলও হয়েছি। তবে এখনো অনেক কাজ বাকি। গতকাল বৃহস্পতিবার (২১ জুলাই) পার্লামেন্টের অধিবেশন মুলতুবি হয়ে গেছে। এবার ক্ষমতাসীন টোরিরা তাদের নতুন নেতা নির্বাচন করবেন। ৫ সেপ্টেম্বর নতুন নেতার নাম ঘোষণা করা হবে। ততদিন জনসনই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী পদে থাকবেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কে হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী?

আপডেট সময় : ০১:০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২

বিদেশের খবর ডেস্ক : ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে টিকে রইলেন ঋষি সুনাক এবং লিজ ট্রাস। একইসঙ্গে, ক্ষমতাসীন টোরি দলের নেতা হওয়ার পথেও এখন এই দুজনই রয়েছেন। বুধবারের (২০ জুলাই) ভোটাভুটিতে তৃতীয় হয়ে লড়াই থেকে বাদ পড়লেন পেনি মরডন্ট। এ দফায় ঋষি পেয়েছেন ১৩৭ ভোট, লিজ ট্রাস ১১৩ এবং পেনি ১০৫ ভোট। এদিকে, এ পর্যন্ত হওয়া ভোটাভুটির সবগুলোতেই ঋষি সুনাক এক নম্বরে ছিলেন। শেষ রাউন্ডের ভোটে মুখোমুখি হবেন ঋষি এবং লিজ ট্রাস। বরিস জনসন মন্ত্রিসভার দুই সদস্যের লড়াইয়ে যিনি বিজয়ী হবেন, তিনিই ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করবেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে তার শেষ প্রশ্নোত্তরপর্বে জনসন বলেছেন, তার পর যিনি প্রধানমন্ত্রী হবেন, তার প্রতি পরামর্শ হলো, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ থাকবেন, ইউক্রেনের পাশে থাকবেন এবং বিশ্বের সর্বত্র গণতন্ত্র ও স্বাধীনতার জন্য লড়াই করবেন। জনসন বলেন, সবাই দেশকে করোনার কবল থেকে বের করে আনার জন্য কাজ করছি। সফলও হয়েছি। তবে এখনো অনেক কাজ বাকি। গতকাল বৃহস্পতিবার (২১ জুলাই) পার্লামেন্টের অধিবেশন মুলতুবি হয়ে গেছে। এবার ক্ষমতাসীন টোরিরা তাদের নতুন নেতা নির্বাচন করবেন। ৫ সেপ্টেম্বর নতুন নেতার নাম ঘোষণা করা হবে। ততদিন জনসনই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী পদে থাকবেন।