মহানগর প্রতিবেদন : ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৫১ জনকে আটক করেছে র্যাব। সংস্থাটির দাবি, আটক ব্যক্তিরা দালাল।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিআরটিএ ও পাসপোর্ট কর্তৃপক্ষের সহযোগিতায় একযোগে অভিযান শুরু করে র্যাব-১০ এর পৃথক দল। সর্বশেষ খবর অনুযায়ী, বিআরটিএ অফিসে দালালির অভিযোগে ৩৬ জন এবং পাসপোর্ট অফিসে দালালির অভিযোগে ১৫ জনকে আটক করেছে এলিট ফোর্সটি। পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব জানান, দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জ বিআরটিএ অফিস ও পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্যে ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছিলেন মানুষ। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রবিবার অভিযান পরিচালনা করা হচ্ছে। বিআরটিএ কার্যালয়ে তাদের নিজস্ব ম্যাজিস্ট্রেট ও পাসপোর্ট অফিসে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করছেন। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
কেরানীগঞ্জে বিআরটিএ-পাসপোর্ট অফিসে র্যাবের হানা, আটক ৫১
জনপ্রিয় সংবাদ