ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

কেমন হবে হাথুরাসিংহের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের সম্পর্ক?

  • আপডেট সময় : ১০:৫০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ৫৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : পাঁচ বছর পর চন্দিকা হাথুরাসিংহে ফের প্রধান কোচ হয়ে আসছেন বাংলাদেশে। আগামী ২০ ফেব্রুয়ারি তার ঢাকায় আসার কথা। ২০১৭ সালে তিনি যেভাবে দায়িত্ব ছেড়েছিলেন, তা ছিল রীতিমতো দৃষ্টিকটু। দল নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন। এরপর বিসিবি সভাপতির ফোনটাও নাকি ধরেননি। হাথুরাসিংহের চলে যাওয়ার পেছনে অন্যতম কারণ হিসেবে ধরা হয় সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার বিবাদ! যাদের অন্যতম ছিলেন সাকিব আল হাসান!
সেই হাথুরু আবারও যখন বাংলাদেশে আসছেন, তখন সেই পঞ্চপা-বের ক্যারিয়ার শেষের পথে। মাশরাফি তো অনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন। বাকি চারজনের মাঝে একমাত্র সাকিব আল হাসান ছাড়া আর কেউই তিন ফরম্যাটে খেলেন না। মাহমুদউল্লাহ শুধু ওয়ানডে খেলেন। হাথুরা এলে তাকে বিবেচনা করা হবে কি না, তা নিয়ে একটা সন্দেহ থেকেই যায়। অন্তত একটি ফরম্যাট নিয়ে পরিষ্কার বার্তা দেওয়া হতে পারে তামিম ইকবাল আর মুশফিকুর রহিমকে। তবে সবচেয়ে বড় বিষয়টি হলো, টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবের সঙ্গে হাথুরার সম্পর্ক কেমন হয়। গত কয়েক মাসে সাকিব বেশ কিছু বিতর্কে জড়িয়েছেন। অনলাইন জুয়া কম্পানির শুভেচ্ছাদূত হওয়া থেকে শুরু করে বিপিএল নিয়ে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য সবই করেছেন। এসব কারণে তাকে কোনো শাস্তিও পেতে হয়নি। হাথুরা আসার পর সাকিবের এই ‘স্বেচ্ছাচারিতা’ কতটুকু টিকবে সেটাই দেখার। আগেরবার সাকিবের সঙ্গে হাথুরার সম্পর্ক মোটেও ভালো ছিল না। এই দফায় হাথুরার প্রত্যাবর্তনের সংবাদেও সাকিব কোনো মন্তব্য করতে রাজি হননি। বিসিবিও চাইছে ‘কড়া হেডমাস্টার’ হাথুরা এসে দলে শৃঙ্খলা ফিরিয়ে আনুক। এই কাজে হাথুরা সাকিবকে পাশে পাবেন কি পাবেন না, সেটা সময়ই বলে দেবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কেমন হবে হাথুরাসিংহের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের সম্পর্ক?

আপডেট সময় : ১০:৫০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩

ক্রীড়া ডেস্ক : পাঁচ বছর পর চন্দিকা হাথুরাসিংহে ফের প্রধান কোচ হয়ে আসছেন বাংলাদেশে। আগামী ২০ ফেব্রুয়ারি তার ঢাকায় আসার কথা। ২০১৭ সালে তিনি যেভাবে দায়িত্ব ছেড়েছিলেন, তা ছিল রীতিমতো দৃষ্টিকটু। দল নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন। এরপর বিসিবি সভাপতির ফোনটাও নাকি ধরেননি। হাথুরাসিংহের চলে যাওয়ার পেছনে অন্যতম কারণ হিসেবে ধরা হয় সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার বিবাদ! যাদের অন্যতম ছিলেন সাকিব আল হাসান!
সেই হাথুরু আবারও যখন বাংলাদেশে আসছেন, তখন সেই পঞ্চপা-বের ক্যারিয়ার শেষের পথে। মাশরাফি তো অনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন। বাকি চারজনের মাঝে একমাত্র সাকিব আল হাসান ছাড়া আর কেউই তিন ফরম্যাটে খেলেন না। মাহমুদউল্লাহ শুধু ওয়ানডে খেলেন। হাথুরা এলে তাকে বিবেচনা করা হবে কি না, তা নিয়ে একটা সন্দেহ থেকেই যায়। অন্তত একটি ফরম্যাট নিয়ে পরিষ্কার বার্তা দেওয়া হতে পারে তামিম ইকবাল আর মুশফিকুর রহিমকে। তবে সবচেয়ে বড় বিষয়টি হলো, টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবের সঙ্গে হাথুরার সম্পর্ক কেমন হয়। গত কয়েক মাসে সাকিব বেশ কিছু বিতর্কে জড়িয়েছেন। অনলাইন জুয়া কম্পানির শুভেচ্ছাদূত হওয়া থেকে শুরু করে বিপিএল নিয়ে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য সবই করেছেন। এসব কারণে তাকে কোনো শাস্তিও পেতে হয়নি। হাথুরা আসার পর সাকিবের এই ‘স্বেচ্ছাচারিতা’ কতটুকু টিকবে সেটাই দেখার। আগেরবার সাকিবের সঙ্গে হাথুরার সম্পর্ক মোটেও ভালো ছিল না। এই দফায় হাথুরার প্রত্যাবর্তনের সংবাদেও সাকিব কোনো মন্তব্য করতে রাজি হননি। বিসিবিও চাইছে ‘কড়া হেডমাস্টার’ হাথুরা এসে দলে শৃঙ্খলা ফিরিয়ে আনুক। এই কাজে হাথুরা সাকিবকে পাশে পাবেন কি পাবেন না, সেটা সময়ই বলে দেবে।