ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

কেবল দেশেই না, চক্রান্ত হচ্ছে দেশের বাইরে থেকেও: সারজিস আলম

  • আপডেট সময় : ০৮:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

পঞ্চগড় রেলস্টেশনের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। ছবি সংগৃহীত

পঞ্চগড় সংবাদদাতা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেন, শুধু দেশে না, দেশের বাইরে থেকে চক্রান্ত হচ্ছে। শেখ হাসিনা দেশের মানুষের যে লাখ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে সেগুলো দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। সরকার তার জায়গা থেকে সচেতন থাকবে, রাজনৈতিক দলগুলোও তাদের জায়গা থেকে সচেতন থাকা প্রয়োজন।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় রেলস্টেশনের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আমরা যেন কথা, মতামত বা পদক্ষেপের মাধ্যমে নতুন করে ফ্যাসিস্ট বা তাদের দোসরকে সুযোগ না দেই। তারা চাইবে আমাদের ঐক্যে ফাটল ধরাতে। তারা এ সুযোগটা নিয়ে স্বার্থ হাসিল করবে।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা জজ আদালতের পিপি আদম সুফি, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কেবল দেশেই না, চক্রান্ত হচ্ছে দেশের বাইরে থেকেও: সারজিস আলম

আপডেট সময় : ০৮:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

পঞ্চগড় সংবাদদাতা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেন, শুধু দেশে না, দেশের বাইরে থেকে চক্রান্ত হচ্ছে। শেখ হাসিনা দেশের মানুষের যে লাখ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে সেগুলো দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। সরকার তার জায়গা থেকে সচেতন থাকবে, রাজনৈতিক দলগুলোও তাদের জায়গা থেকে সচেতন থাকা প্রয়োজন।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় রেলস্টেশনের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আমরা যেন কথা, মতামত বা পদক্ষেপের মাধ্যমে নতুন করে ফ্যাসিস্ট বা তাদের দোসরকে সুযোগ না দেই। তারা চাইবে আমাদের ঐক্যে ফাটল ধরাতে। তারা এ সুযোগটা নিয়ে স্বার্থ হাসিল করবে।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা জজ আদালতের পিপি আদম সুফি, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।