নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতাকর্মীদের এলাকায় এলাকায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, কেউ বাধা দিলে পিছু হটবেন না।
রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশে তিনি এ অভিযোগ করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, দীর্ঘ এক বছর ধরে আমরা কথা বলছি। এখন আমাদের কাজ করার সময়। আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব পরবর্তী দিক-নির্দেশনা দেবেন। সে অনুযায়ী আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করবো। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখানে যারা আমাদের নেতাকর্মী আছেন কেউ যদি ভয় দেখায়, বাধা দেয়, আপনারা পিছু হটবেন না। আমরা জানি, এলাকায় এলাকায় এনসিপি নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, টেকেনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া এনসিপির একটা নেতকার্মীর দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবিল করবো। আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব পরবর্তী সময়ে দিক-নির্দেশনা দেবেন। আমরা জীবন দিয়ে হলেও তা বাস্তবায়ন করবো।
‘বাংলার ইয়াজিদ’ শেখ হাসিনাকে বিচারের আওতায় আনবোই: সামান্তা শারমিন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ‘বাংলার ইয়াজিদ’ শেখ হাসিনাকে বিচারের আওতায় আনবোই। তার বিচার নিশ্চিত না করে আমরা থামবো না।
কেন্দ্রীয় শহীদ মিনারে দলের গণজমায়েতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সামান্তা বলেন, ‘শহীদ পরিবারের সঙ্গে সম্পর্ক ও আহতদের পরামর্শে চলছে এনসিপি। শহীদদের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা এগিয়ে যাচ্ছি।’ তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান হয়েছিল মানুষের কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসার অধিকার আদায়ের জন্য। আমরা চাই বাংলাদেশে সর্বজনীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। আওয়ামী লীগ বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতিকে ধ্বংস করেছে। বিদেশি সংস্কৃতি টেনে এনেছে। যে সংস্কৃতিতে আমাদের দেশের মাইজদী, আব্দুল করিম বা আব্দুল আলিমের কথা নেই। আগামীতে আমরা দেশি সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে চাই।’
সামান্তা শারমিন বলেন, ‘দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের অধিকার নিশ্চিত করতে চাই। যেখানে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কথা উচ্চকিত করতে চাই।’ সামান্তা বলেন, ‘৬৪ জেলা সফরে গিয়ে মানুষের আকাঙ্ক্ষার কথা জেনেছি। আমাদের শরীরে এখনও পর্যন্ত প্রান্তিক মানুষের ভালোবাসার ছোঁয়া রয়েছে। আশা করি একটি নতুন বন্দোবস্ত বাস্তবায়ন করতে পারবো।’