আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগর থেকে মঙ্গলবার কৃষ্ণ সাগর অভিমুখে যাত্রা করেছে রাশিয়ার ছয় যুদ্ধজাহাজ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স। আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়ার একটি নৌ মহড়ায় অংশ নিতে যুদ্ধজাহাজগুলোকে কৃষ্ণ সাগরে পাঠিয়েছে মস্কো। রাশিয়ার পক্ষ থেকে গত মাসেই প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বড় ধরনের একটি নৌ মহড়ার ঘোষণা দেওয়া হয়েছিল। এতে রাশিয়ার সব নৌবহরকে যুক্ত করার কথাও জানায় মস্কো।
এদিকে আগামী ১০ থেকে ২০ ফ্রেব্রুয়ারি পর্যন্ত ড্রোন ও ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিয়ে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ইউক্রেন। দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তের কাছে এই মহড়া অনুষ্ঠিত হবে। সোমবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এই ঘোষণা দিয়েছেন। তিনি জানান, বেলারুশে রাশিয়ার মহড়ার জবাবে এই পাল্টা মহড়া চালাবে কিয়েভ। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউক্রেনীয় সেনারা ক্রমাগত বিভিন্ন মহড়া চালিয়ে যাচ্ছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে তারা বিদেশি অংশীদারদের দেওয়া বায়রাক্টার ড্রোন এবং ট্যাংক বিধ্বংসী জ্যাভলিন এবং এনএলএডব্লিউ ক্ষেপণাস্ত্র নিয়ে মহড়া শুরু করবে।
কৃষ্ণ সাগর অভিমুখে রাশিয়ার ছয় যুদ্ধজাহাজ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ