রয়টার্স : কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধবিমান একটি মার্কিন ড্রোনকে বাধা দিয়ে ডুবিয়ে দেওয়ার ঘটনার পর আবারও নজরদারি ড্রোনের ফ্লাইট চালু করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন দুইজন মার্কিন কর্মকর্তা। গত মঙ্গলবার কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধবিমান বাধা দেয় মার্কিন ড্রোনটিকে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, রুশ যুদ্ধবিমান ড্রোনটির ওপর জ্বালানি ছিটিয়ে দেয়। পরে তা সমুদ্রে ডুবে যায়। ইউক্রেনে আক্রমণ শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে এটিই প্রথম সরাসরি সামরিক সংঘাত। এ পরিস্থিতির মধ্যেই শুক্রবার ‘আরকিউ-৪’ গ্লোবাল হক এই অঞ্চলে ওড়ানো হয়েছে। মঙ্গলবারের ওই ঘটনার পর প্রথম ড্রোনের ফ্লাইট পরিচালনা করলো বাইডেন প্রশাসন। চলতি সপ্তাহেই পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছিল, ওয়াশিংটন কৃষ্ণ সাগরে এ ধরনের মিশন পরিচালনা থেকে কোনভাবেই বিরত থাকবে না।
এদিকে গত বৃহস্পতিবার পেন্টাগন ৪০ সেকেন্ডের একটি সম্পাদিত ভিডিও ফুটেজ প্রকাশ করে। এতে দেখা গেছে, রুশ যুদ্ধবিমান ড্রোনটির কাছাকাছি আসছে। এ সময় এটি জ্বালানি ছিটিয়ে দিচ্ছে। এরপর ড্রোনটির প্রপেলার ক্ষতিগ্রস্ত হয়। ডুবে যাওয়া ড্রোনটি এখনও উদ্ধার করতে পারেনি মস্কো এবং ওয়াশিংটন।
কৃষ্ণ সাগরে আবারও নজরদারি ড্রোন ওড়ালো যুক্তরাষ্ট্র
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ