ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫

কৃষি পদক পেল প্রাণ ডেইরি

  • আপডেট সময় : ০১:৪৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • ১৩৬ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক : কৃষিপণ্যের সেরা রপ্তানিকারক হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই কৃষি পদক-২০২১ পেয়েছে প্রাণ ডেইরি লিমিটেড। গত রোববার রাজধানীর একটি হোটেলে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের হাত থেকে পদক গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। প্রাণ ডেইরির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর ১০টি ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই কৃষি পদক দেওয়া হয়। কৃষিপণ্যের সেরা রপ্তানিকারক হিসেবে এ পদক পায় প্রাণ ডেইরি। অনুষ্ঠানে চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় এবং পদক প্রাপ্ত ব্যক্তি ও কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০১ সালে দেশে দুগ্ধ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কাজ শুরু করে প্রাণ গ্রুপের সহযোগী কোম্পানি প্রাণ ডেইরি। প্রাণ ডেইরিই দেশে প্রথম ‘ডেইরি হাব’ ব্যবস্থার প্রচলন করে। এসব হাবের অধীনে দেশের বিভিন্ন প্রান্তে ছোট ছোট ‘দুগ্ধ সংগ্রহ কেন্দ্র’ প্রতিষ্ঠার মাধ্যমে প্রাণ ডেইরি সরাসরি খামারীদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের কাছ থেকে দুধ সংগ্রহ করে আসছে। পরে খামারীদের কাছ থেকে সংগৃহীত দুধ থেকে পণ্য উৎপাদন করে বিপণন করছে দেশে ও বিদেশে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ডেইরির পাশাপাশি জুস ও ড্রিংকস, বিস্কুট অ্যান্ড বেকারি, ফ্রোজেন স্ন্যাক্স, কনফেকশনারিসহ বিভিন্ন পণ্য উৎপাদন করে দেশ ও বিদেশে বাজারজাত করছে প্রাণ ডেইরি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৃষি পদক পেল প্রাণ ডেইরি

আপডেট সময় : ০১:৪৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২

অর্থনৈতিক প্রতিবেদক : কৃষিপণ্যের সেরা রপ্তানিকারক হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই কৃষি পদক-২০২১ পেয়েছে প্রাণ ডেইরি লিমিটেড। গত রোববার রাজধানীর একটি হোটেলে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের হাত থেকে পদক গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। প্রাণ ডেইরির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর ১০টি ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই কৃষি পদক দেওয়া হয়। কৃষিপণ্যের সেরা রপ্তানিকারক হিসেবে এ পদক পায় প্রাণ ডেইরি। অনুষ্ঠানে চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় এবং পদক প্রাপ্ত ব্যক্তি ও কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০১ সালে দেশে দুগ্ধ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কাজ শুরু করে প্রাণ গ্রুপের সহযোগী কোম্পানি প্রাণ ডেইরি। প্রাণ ডেইরিই দেশে প্রথম ‘ডেইরি হাব’ ব্যবস্থার প্রচলন করে। এসব হাবের অধীনে দেশের বিভিন্ন প্রান্তে ছোট ছোট ‘দুগ্ধ সংগ্রহ কেন্দ্র’ প্রতিষ্ঠার মাধ্যমে প্রাণ ডেইরি সরাসরি খামারীদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের কাছ থেকে দুধ সংগ্রহ করে আসছে। পরে খামারীদের কাছ থেকে সংগৃহীত দুধ থেকে পণ্য উৎপাদন করে বিপণন করছে দেশে ও বিদেশে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ডেইরির পাশাপাশি জুস ও ড্রিংকস, বিস্কুট অ্যান্ড বেকারি, ফ্রোজেন স্ন্যাক্স, কনফেকশনারিসহ বিভিন্ন পণ্য উৎপাদন করে দেশ ও বিদেশে বাজারজাত করছে প্রাণ ডেইরি।