ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

কৃষি পদক পেল এনআরবিসি ব্যাংক

  • আপডেট সময় : ১২:১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
  • ১১৩ বার পড়া হয়েছে

বাণিজ্য ডেস্ক : কৃষিখাতের উন্নয়নে বিশেষ অবদানের জন্য আরটিভি কৃষি পদক-২০২২ পেয়েছে এনআরবিসি ব্যাংক। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল ও পরিচালক একেএম মোস্তাফিজুর রহমানের হাতে পদক তুলে দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। এসময় অন্যদের মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবির বাবলু, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন। পুরষ্কার গ্রহণের পর এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, প্রান্তিক পর্যায়ের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে এনআরবিসি ব্যাংক। কৃষিখাতে মাত্র ৮ শতাংশ সুদে ঋণ দিচ্ছি। গ্রামের মানুষের উন্নয়নে মাত্র ৯ শতাংশ সুদে ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করেছি। এজন্য প্রত্যন্ত অঞ্চলে আমরা উপশাখা খুলছি। আমাদের লক্ষ্য নিজ ঘরে বসে প্রত্যন্ত গ্রামের মানুষও নিজের কর্মসংস্থানের সুযোগ পাক। উল্লেখ্য, দেশের কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত কৃষক, খামারি গবেষক, বিজ্ঞানী ও সপ্রসারণ কর্মীদের অবদানকে স্বীকৃতি ও উৎসাহ দিতে গত বছর থেকে আরটিভি কৃষি পদক দিয়ে আসছে। এ বছর ১০টি ক্যাটাগরিতে ৮ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে এ পদক দেওয়া হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কৃষি পদক পেল এনআরবিসি ব্যাংক

আপডেট সময় : ১২:১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২

বাণিজ্য ডেস্ক : কৃষিখাতের উন্নয়নে বিশেষ অবদানের জন্য আরটিভি কৃষি পদক-২০২২ পেয়েছে এনআরবিসি ব্যাংক। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল ও পরিচালক একেএম মোস্তাফিজুর রহমানের হাতে পদক তুলে দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। এসময় অন্যদের মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবির বাবলু, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন। পুরষ্কার গ্রহণের পর এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, প্রান্তিক পর্যায়ের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে এনআরবিসি ব্যাংক। কৃষিখাতে মাত্র ৮ শতাংশ সুদে ঋণ দিচ্ছি। গ্রামের মানুষের উন্নয়নে মাত্র ৯ শতাংশ সুদে ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করেছি। এজন্য প্রত্যন্ত অঞ্চলে আমরা উপশাখা খুলছি। আমাদের লক্ষ্য নিজ ঘরে বসে প্রত্যন্ত গ্রামের মানুষও নিজের কর্মসংস্থানের সুযোগ পাক। উল্লেখ্য, দেশের কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত কৃষক, খামারি গবেষক, বিজ্ঞানী ও সপ্রসারণ কর্মীদের অবদানকে স্বীকৃতি ও উৎসাহ দিতে গত বছর থেকে আরটিভি কৃষি পদক দিয়ে আসছে। এ বছর ১০টি ক্যাটাগরিতে ৮ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে এ পদক দেওয়া হয়েছে।