ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

কৃষিপণ্যে রপ্তানি সহায়তায় কাস্টমসের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক

  • আপডেট সময় : ০১:৫৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : এখন থেকে কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি করে ভর্তুকি বা প্রণোদনা পেতে কাস্টমস কর্তৃপক্ষের সরেজমিন প্রত্যয়নপত্র বাধ্যতামূলক লাগবে। এই প্রত্যয়নপত্র প্রণোদনা না দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাটি দেশের কার্যরত সব অনুমোদিত ডিলারদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কৃষিপণ্য (শাকসবজি ও ফলমূল) ও প্রক্রিয়াজাত (অ্যাগ্রো প্রসেসিং) কৃষিপণ্য রপ্তানি খাতে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে পণ্য রপ্তানির আগে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের সরেজমিন যাচাই করা (ফিজিক্যাল ভেরিফিকেশন) প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক বিষয়টি নিশ্চিত হবে। নির্দেশনা জারির তারিখ থেকে জাহাজীকরণ পণ্যের ক্ষেত্রে এটি কার্যকর হবে। কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি খাতে রপ্তানি প্রণোদনা প্রদান সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কৃষিপণ্যে রপ্তানি সহায়তায় কাস্টমসের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক

আপডেট সময় : ০১:৫৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : এখন থেকে কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি করে ভর্তুকি বা প্রণোদনা পেতে কাস্টমস কর্তৃপক্ষের সরেজমিন প্রত্যয়নপত্র বাধ্যতামূলক লাগবে। এই প্রত্যয়নপত্র প্রণোদনা না দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাটি দেশের কার্যরত সব অনুমোদিত ডিলারদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কৃষিপণ্য (শাকসবজি ও ফলমূল) ও প্রক্রিয়াজাত (অ্যাগ্রো প্রসেসিং) কৃষিপণ্য রপ্তানি খাতে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে পণ্য রপ্তানির আগে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের সরেজমিন যাচাই করা (ফিজিক্যাল ভেরিফিকেশন) প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক বিষয়টি নিশ্চিত হবে। নির্দেশনা জারির তারিখ থেকে জাহাজীকরণ পণ্যের ক্ষেত্রে এটি কার্যকর হবে। কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি খাতে রপ্তানি প্রণোদনা প্রদান সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।