মেহেরপুর সংবাদদাতা: মেহেরপুরের মুজিবনগর উপজেলায় এক কৃষকের বাইসাইকেলে থাকা ঘাস ভর্তি বস্তা তল্লাশি করে পাওয়া গেছে ৫১ হাজার ডলার। ডলারগুলো ভারতে পাচার করা হচ্ছিল বলে ধারণা বিজিবির।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার সীমান্তগ্রাম আনন্দবাস এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন আনন্দবাস বিজিবি ক্যাম্পের সদস্য নায়েক সুবেদার হারুন অর রশিদ।
আটক জাহাঙ্গীর শেখ ওই গ্রামের আফছার শেখের ছেলে। শনিবার (১৬ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন আনন্দবাস বিওপির আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ইউএস ডলার পাচার হবে।
পরে সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে বিজিবির একটি সশস্ত্র আভিযানিক দল ফাশিতলা এলাকায় অগ্রিম অবস্থান নিয়ে ঘাস ভর্তি বস্তার ভিতর থেকে বিপুল পরিমাণ ডলারসহ একজনকে আটক করে।
বিজিবি ক্যাম্পের সদস্য নায়েক সুবেদার হারুন অর রশিদ বলেন, শুক্রবার দুপুরে সীমান্তের শুন্য লাইন এলাকা থেকে একটি ঘাসের বস্তা নিয়ে বাইসাইকেলে করে আসা ব্যক্তিকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে বিজিবি সদস্যরা।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে টহল দল তাকে ধাওয়া করে আটক করে।
পরে তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে অভিনব কৌশলে ঘাসের মধ্যে লুকানো কালো স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি প্যাকেট পাওয়া যায়। সেসব প্যাকেট থেকে উদ্ধার করা হয় মার্কিন ডলারের নতুন নোটের বান্ডিল। সেসব বান্ডিলে ছিল ৫১ হাজার ডলার।এ সময় আটক ব্যক্তির বাইসাইকেল ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
নায়েক সুবেদার হারুন আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, ওই ডলারগুলো সীমান্ত পেরিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্য ছিল। এ ঘটনায় তিনি বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করেছেন।
আনন্দবাস গ্রামের ইউপি সদস্য ওমর ফারুক বলেন, আটক জাহাঙ্গীর শেখ একজন বহনকারী মাত্র। ডলারগুলো নিরাপদে ভারতীয় সিন্ডিকেটের হাতে পৌঁছে দিতে পারলে তাকে হয়ত ২০ হাজার টাকা বকশিস দেওয়া হতো।
“এই লোভে অনেকেই এমন কাজকে পেশা হিসেবে বেছে নিয়েছে। ডলারগুলোর মূল মালিক বাইরের কেউ। তারা ধরাছোঁয়ার বাইরে থাকে। ধরা পড়ে এই সময় বহনকারীরা।”
তিনি আরো বলেন, “তবে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে মূল হোতাদের খুঁজে বের করা সম্ভব। কিন্তু সঠিক তদন্তের অভাবে এবং প্রভাবশালিদের চাপে এসব ঘটনা কিছুদিন পর ধামাচাপা পড়ে যায়।”
আটককৃত আসামিকে থানায় হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সেসঙ্গে উদ্ধার করা ডলার আদালতের নির্দেশে মেহেরপুর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলেও জানান বিজিবি কর্মকর্তরা।
এসি/