ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

কুরস্কে রুশ ও উত্তর কোরীয় সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি: জেলেনস্কি

  • আপডেট সময় : ০৮:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধে রুশ ও উত্তর কোরীয় বাহিনী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভিডিও বার্তায় তিনি এই দাবি করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় বাহিনী আগস্টে সীমান্ত অভিযান চালানোর পর থেকে কুরস্ক অঞ্চলে রাশিয়ার বিরুদ্ধে সংঘর্ষ চলছে। ইউক্রেনীয় ও পশ্চিমা মূল্যায়ন অনুযায়ী, ওই অঞ্চলে প্রায় ১১ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েন রয়েছে।

ইউক্রেনের শীর্ষ কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কির বরাত দিয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় সীমান্তের কাছে মাখনোভকা গ্রামে তীব্র সংঘর্ষ হয়েছে। তিনি বলেন, শুক্র ও শনিবার মাখনোভকার কাছে সংঘর্ষে রুশ সেনাবাহিনী এবং উত্তর কোরিয়ার পদাতিক বাহিনীর একটি সম্পূর্ণ ব্যাটালিয়ন হারিয়েছে। এটি উল্লেখযোগ্য।

জেলেনস্কি আরও জানান, উত্তর কোরীয় সেনাদের অনেকে বন্দি হওয়া এড়াতে চরম পদক্ষেপ নিচ্ছেন। কিছু ক্ষেত্রে, তাদের নিজেদের বাহিনী কর্তৃক মৃত্যুদÐের মুখে পড়ছে। জেলেনস্কির দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

এছাড়া, ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানিয়েছেন, ১ হাজার কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনে তীব্র লড়াই চলছে। বিশেষ করে পোকরোভস্ক শহরের পরিস্থিতি সবচেয়ে কঠিন। রুশ সেনারা পোকরভস্কের দক্ষিণ দিক দিয়ে ঘিরে ফেলার জন্য নতুন আক্রমণ চালাচ্ছে এবং ইউক্রেনীয় বাহিনীর সরবরাহ লাইন কেটে দেওয়ার চেষ্টা করছে।
পোকরোভস্ক শহরে একটি কয়লাখনি রয়েছে, যা ইউক্রেনের বৃহৎ স্টিল শিল্পের একমাত্র কয়লার সরবরাহকারী। যুদ্ধের আগে এই শহরে প্রায় ৬০ হাজার মানুষ বাস করতেন, যাদের মধ্যে এখন আনুমানিক ১১ হাজার জন অবশিষ্ট রয়েছেন।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কুরস্কে রুশ ও উত্তর কোরীয় সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি: জেলেনস্কি

আপডেট সময় : ০৮:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধে রুশ ও উত্তর কোরীয় বাহিনী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভিডিও বার্তায় তিনি এই দাবি করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় বাহিনী আগস্টে সীমান্ত অভিযান চালানোর পর থেকে কুরস্ক অঞ্চলে রাশিয়ার বিরুদ্ধে সংঘর্ষ চলছে। ইউক্রেনীয় ও পশ্চিমা মূল্যায়ন অনুযায়ী, ওই অঞ্চলে প্রায় ১১ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েন রয়েছে।

ইউক্রেনের শীর্ষ কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কির বরাত দিয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় সীমান্তের কাছে মাখনোভকা গ্রামে তীব্র সংঘর্ষ হয়েছে। তিনি বলেন, শুক্র ও শনিবার মাখনোভকার কাছে সংঘর্ষে রুশ সেনাবাহিনী এবং উত্তর কোরিয়ার পদাতিক বাহিনীর একটি সম্পূর্ণ ব্যাটালিয়ন হারিয়েছে। এটি উল্লেখযোগ্য।

জেলেনস্কি আরও জানান, উত্তর কোরীয় সেনাদের অনেকে বন্দি হওয়া এড়াতে চরম পদক্ষেপ নিচ্ছেন। কিছু ক্ষেত্রে, তাদের নিজেদের বাহিনী কর্তৃক মৃত্যুদÐের মুখে পড়ছে। জেলেনস্কির দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

এছাড়া, ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানিয়েছেন, ১ হাজার কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনে তীব্র লড়াই চলছে। বিশেষ করে পোকরোভস্ক শহরের পরিস্থিতি সবচেয়ে কঠিন। রুশ সেনারা পোকরভস্কের দক্ষিণ দিক দিয়ে ঘিরে ফেলার জন্য নতুন আক্রমণ চালাচ্ছে এবং ইউক্রেনীয় বাহিনীর সরবরাহ লাইন কেটে দেওয়ার চেষ্টা করছে।
পোকরোভস্ক শহরে একটি কয়লাখনি রয়েছে, যা ইউক্রেনের বৃহৎ স্টিল শিল্পের একমাত্র কয়লার সরবরাহকারী। যুদ্ধের আগে এই শহরে প্রায় ৬০ হাজার মানুষ বাস করতেন, যাদের মধ্যে এখন আনুমানিক ১১ হাজার জন অবশিষ্ট রয়েছেন।