ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

কুয়েতে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির জরুরি অবস্থা ঘোষণা

  • আপডেট সময় : ০১:২১:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে

এএফপি : মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতের একটি খনির পাইপ থেকে থেকে ফোয়ারার মতো খনিজ তেলের নিসৃত হতে থাকায় ওই খনির আশপাশের এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন ও সরবরাহ কোম্পানি। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির মুখপাত্র কুসাই আল আমের বলেন, খনিটির অবস্থান কুয়েতের পশ্চিমাঞ্চলে। তেল নিঃসরণজনিত কারণে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন তিনি। ‘যে এলাকায় খনিটি অবস্থিত, সেখানে কেবল কোম্পানির কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীরা আছেন— এর বাইরে কোনো জনবসতি নেই, তবুও বাড়তি সতর্কতা হিসেবে এই ঘোষণা দেওয়া হয়েছে।’ ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল— তা এখনও জানা যায়নি, তবে পাইপলাইনের লিকেজ মেরামত করতে কোম্পানির প্রকৌশল বিভাগের একটিদল ঘটনাস্থলে গিয়েছেন বলে এএফপিকে জানিয়েছেন কুসাই বিন আমের। ফিনকির মতো খনিজ তেলের নিঃসৃত হতে থাকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটারে টুইট করেছেন বিন আমের। কুয়েতে ইতোমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি। মধ্যপ্রাচ্য অঞ্চলের অধিকাংশ দেশের মতো কুয়েতের অর্থনীতিও দেশটির জ্বালানি তেলের ওপর প্রায় পুরোপুরি নির্ভরশীল। দেশটির মোট রাজস্বের ৯০ শতাংশই আসে তেল বিক্রির মাধ্যমে। জ্বালানি তেল উত্তোলন ও বিপণনকারী দেশগুলোর সংস্থা অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) অন্যতম নেতৃস্থানীয় এই সদস্যরাষ্ট্র প্রতিদিন গড়ে ২৭ লাখ ব্যারেল তেল উত্তোলন করে বিভিন্ন খনি থেকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কুয়েতে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির জরুরি অবস্থা ঘোষণা

আপডেট সময় : ০১:২১:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩

এএফপি : মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতের একটি খনির পাইপ থেকে থেকে ফোয়ারার মতো খনিজ তেলের নিসৃত হতে থাকায় ওই খনির আশপাশের এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন ও সরবরাহ কোম্পানি। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির মুখপাত্র কুসাই আল আমের বলেন, খনিটির অবস্থান কুয়েতের পশ্চিমাঞ্চলে। তেল নিঃসরণজনিত কারণে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন তিনি। ‘যে এলাকায় খনিটি অবস্থিত, সেখানে কেবল কোম্পানির কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীরা আছেন— এর বাইরে কোনো জনবসতি নেই, তবুও বাড়তি সতর্কতা হিসেবে এই ঘোষণা দেওয়া হয়েছে।’ ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল— তা এখনও জানা যায়নি, তবে পাইপলাইনের লিকেজ মেরামত করতে কোম্পানির প্রকৌশল বিভাগের একটিদল ঘটনাস্থলে গিয়েছেন বলে এএফপিকে জানিয়েছেন কুসাই বিন আমের। ফিনকির মতো খনিজ তেলের নিঃসৃত হতে থাকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটারে টুইট করেছেন বিন আমের। কুয়েতে ইতোমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি। মধ্যপ্রাচ্য অঞ্চলের অধিকাংশ দেশের মতো কুয়েতের অর্থনীতিও দেশটির জ্বালানি তেলের ওপর প্রায় পুরোপুরি নির্ভরশীল। দেশটির মোট রাজস্বের ৯০ শতাংশই আসে তেল বিক্রির মাধ্যমে। জ্বালানি তেল উত্তোলন ও বিপণনকারী দেশগুলোর সংস্থা অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) অন্যতম নেতৃস্থানীয় এই সদস্যরাষ্ট্র প্রতিদিন গড়ে ২৭ লাখ ব্যারেল তেল উত্তোলন করে বিভিন্ন খনি থেকে।