ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

কুয়েতে কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকা

  • আপডেট সময় : ১২:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : কুয়েতের একটি সংবাদমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভার্চ্যুয়াল এক সংবাদ পাঠিকার যাত্রা শুরু হয়েছে। অনলাইনে সংবাদ পাঠের পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
‘ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তার এই সংবাদ পাঠিকাকে দেখা গেছে কুয়েত নিউজ-এর ওয়েবসাইটে। সাদা টি-শার্টের ওপর কালো জ্যাকেট পরা এই সংবাদ পাঠিকার সোনালি চুলগুলো ঢাকা ছিল না। ধ্রুপদি আরবিতে এই সংবাদ পাঠিকাকে বলতে শোনা যায়, ‘আমি ফেদা, কুয়েত নিউজ-এ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কাজ করা কুয়েতের প্রথম সংবাদ উপস্থাপক। কোন ধরনের সংবাদ আপনারা পছন্দ করেন? চলুন, আপনাদের মতামত শোনা যাক।’
১৯৬১ সালে প্রতিষ্ঠিত কুয়েত টাইমস উপসাগরীয় অঞ্চলের প্রথম ইংরেজি দৈনিক। ২০২২ সালে পত্রিকাটি কুয়েত নিউজের সঙ্গে একীভূত হয়। পত্রিকাটি ও ওয়েবসাইটটির ডেপুটি এডিটর-ইন-চিফ আবদুল্লাহ বোফতাইন বলেন, পাঠক ও দর্শকদের নতুন ও উদ্ভাবনী কিছু দেওয়ার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষারই অংশ এই উদ্যোগ। আবদুল্লাহ আরও বলেন, ভবিষ্যতে ফেদা কুয়েতি উচ্চারণ আত্মস্থ করতে পারবে এবং ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্টে সংবাদ উপস্থাপন করতে পারবে। তিনি বলেন, ‘ফেদা একটি জনপ্রিয় পুরোনো কুয়েতি নাম যা রুপা, ধাতুকে বোঝায়। আমরা সবসময় রোবটকে রূপালি এবং ধাতব রঙের কল্পনা করি। তাই আমরা এখানে দুটিরই সমন্বয় ঘটিয়েছি।’
সংবাদমাধ্যমটির জ্যেষ্ঠ এই কর্মকর্তা আরও বলেন, এই সংবাদ পাঠিকার স্বর্ণকেশী চুল এবং হালকা রঙের চোখ তেল সমৃদ্ধ দেশটির কুয়েতি ও অভিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যকেই প্রতিফলিত করে। বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক উত্থানে বিভিন্ন ধরনের সুবিধার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সামনে আনা হচ্ছে। যেমন, স্বাস্থ্যসেবায় কাজে লাগানো এবং গতানুগতিক কাজগুলো করানো। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে সংশয়েরও সৃষ্টি হয়েছে। যেমন, এটি গুজব ছড়ানো এবং নির্দিষ্ট কর্মসংস্থানের প্রতি ঝুঁকি তৈরি করতে পারে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কুয়েতে কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকা

আপডেট সময় : ১২:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

প্রত্যাশা ডেস্ক : কুয়েতের একটি সংবাদমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভার্চ্যুয়াল এক সংবাদ পাঠিকার যাত্রা শুরু হয়েছে। অনলাইনে সংবাদ পাঠের পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
‘ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তার এই সংবাদ পাঠিকাকে দেখা গেছে কুয়েত নিউজ-এর ওয়েবসাইটে। সাদা টি-শার্টের ওপর কালো জ্যাকেট পরা এই সংবাদ পাঠিকার সোনালি চুলগুলো ঢাকা ছিল না। ধ্রুপদি আরবিতে এই সংবাদ পাঠিকাকে বলতে শোনা যায়, ‘আমি ফেদা, কুয়েত নিউজ-এ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কাজ করা কুয়েতের প্রথম সংবাদ উপস্থাপক। কোন ধরনের সংবাদ আপনারা পছন্দ করেন? চলুন, আপনাদের মতামত শোনা যাক।’
১৯৬১ সালে প্রতিষ্ঠিত কুয়েত টাইমস উপসাগরীয় অঞ্চলের প্রথম ইংরেজি দৈনিক। ২০২২ সালে পত্রিকাটি কুয়েত নিউজের সঙ্গে একীভূত হয়। পত্রিকাটি ও ওয়েবসাইটটির ডেপুটি এডিটর-ইন-চিফ আবদুল্লাহ বোফতাইন বলেন, পাঠক ও দর্শকদের নতুন ও উদ্ভাবনী কিছু দেওয়ার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষারই অংশ এই উদ্যোগ। আবদুল্লাহ আরও বলেন, ভবিষ্যতে ফেদা কুয়েতি উচ্চারণ আত্মস্থ করতে পারবে এবং ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্টে সংবাদ উপস্থাপন করতে পারবে। তিনি বলেন, ‘ফেদা একটি জনপ্রিয় পুরোনো কুয়েতি নাম যা রুপা, ধাতুকে বোঝায়। আমরা সবসময় রোবটকে রূপালি এবং ধাতব রঙের কল্পনা করি। তাই আমরা এখানে দুটিরই সমন্বয় ঘটিয়েছি।’
সংবাদমাধ্যমটির জ্যেষ্ঠ এই কর্মকর্তা আরও বলেন, এই সংবাদ পাঠিকার স্বর্ণকেশী চুল এবং হালকা রঙের চোখ তেল সমৃদ্ধ দেশটির কুয়েতি ও অভিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যকেই প্রতিফলিত করে। বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক উত্থানে বিভিন্ন ধরনের সুবিধার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সামনে আনা হচ্ছে। যেমন, স্বাস্থ্যসেবায় কাজে লাগানো এবং গতানুগতিক কাজগুলো করানো। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে সংশয়েরও সৃষ্টি হয়েছে। যেমন, এটি গুজব ছড়ানো এবং নির্দিষ্ট কর্মসংস্থানের প্রতি ঝুঁকি তৈরি করতে পারে।