বিনোদন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে মহা কুম্ভ মেলায় রুদ্রাক্ষের মালা বিক্রি করছিলেন মোনালিসা ভোঁশলে নামের এক কিশোরী; যার ছবি তোলেন কোনো এক আলোকচিত্রী। আর সেই ছবিই বদলে দেয় মোনালিসার জীবন।
নীল-বাদামি চোখের ১৬ বছর বয়সী মোনালিসার ওই ছবি ছড়িয়ে পড়লে পরিচালক সনোজ মিশ্র তার আগামী সিনেমা ‘দ্য ডায়েরি অব মণিপুরের’ জন্য অভিনেত্রীর খোঁজ পেয়ে যান।
এনডিটিভি লিখেছে, সনোজ মধ্যপ্রদেশের খরগোন জেলার মাহেশ্বর গ্রামে গিয়েছিলেন মোনালিসা ও তার বাবা-মায়ের সঙ্গে কথা বলতে। সেখানে গিয়ে তিনি মোনলিসাকে সিনেমা করার প্রস্তাব দেন। মোনালিসা রাজি হয়ে ‘দ্য ডায়েরি অব মণিপুর’ সিনেমার অভিনয়ের জন্য সইসাবুদও সেরেছেন।
চলতি মাসে সিনেমার শুটিং শুরু করতে চাইছেন পরিচালক।
তবে মেলায় মোনালিসার মালা বিক্রির ছবি ছড়িয়ে পড়লে, মেয়েটিকে বিড়ম্বনাতেও পড়ে হয়েছে। বহু মানুষ খুঁজে খুঁজে মোনালিসার কাছে আসতেন তার সঙ্গে সেলফি তোলার জন্য। কৌতূহলী মানুষের ভিড় ঠেকাতে না পেরে মালা বিক্রি বন্ধ করে দিয়েছিলেন মোনালিসা।
এর আগে ২০২৩ সালে সনোজের পরিচালনায় ‘দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল’ সিনেমার বিরুদ্ধে পশ্চিমবাংলার ভাবমূর্তি এবং সম্প্রীতি নষ্টের অভিযোগ উঠেছিল। ওই অভিযোগে কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায় সনোজের নামে অভিযোগও করা হয়। তীব্র আপত্তির মুখে পশ্চিমবঙ্গে সিনেমাটি আলোর মুখ দেখেনি। সনোজের এবারের সিনেমার প্রেক্ষাপট মণিপুর। কুম্ভমেলার মালা বিক্রেতা তরুণী মোনালিসা যার নায়িকা!