কুমিল্লা প্রতিনিধি : জাতীয় সংসদের কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চিকিৎসক প্রাণগোপাল দত্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গতকাল সোমবার দুপুরে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিল শেষে প্রাণ গোপাল দত্ত সাংবাদিকদের বলেন, “নির্বাচিত হলে স্বাস্থ্য খাতে যুগান্তকারী বিপ্লবের জন্য যে রূপরেখা বাস্তবায়ন করতে হবে, তার সূচনা হবে কুমিল্লার চান্দিনা থেকে যা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে যাবে।”
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানালেও রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার তাদের নাম জানাননি। গত ৩০ জুলাই আলী আশরাফের মৃত্যুতে চান্দিনা উপজেলা নিয়ে গঠিত এ আসনটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর এখানে ভোট গ্রহণের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন।