খুলনা সংবাদদাতা : খুলনায় পলাশ (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় মহানগরীর চানমারি খ্রিস্টান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পলাশ লবণচরা ২ নম্বর গলি ভুতের আড্ডা এলাকার বাসিন্দা শিপনের ছেলে। স্থানীয়রা জানান, বেশ কয়েকজন দুর্বৃত্ত পলাশকে কুপিয়ে ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা ৩টায় চিকিৎসাধীন অবস্থায় পলাশ মারা যান। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, চানমারি খ্রিস্টানপাড়া বালুর মাঠের সামনে পলাশ ও তার বন্ধু সৌরভ চা পান করছিলেন। কয়েকটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাদের কুপিয়ে রক্তাক্ত জখম করে।