চট্টগ্রাম প্রতিনিধি : ফটিকছড়ির ভূজপুর হাসনাবাদ এলাকায় মো. ইউসুফ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান, শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মুরগির খামারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন মো. ইউসুফ। ফিরে না আসায় সকালে খোঁজাখুঁজির পর হাসনাবাদ এলাকায় মরদেহ পাওয়া যায়। ভূজপুর থানার এসআই হারাধন চন্দ্র দাশ বলেন, সকালে পরিবারের সদস্যরা থানায় খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শরীরের আঘাতের চিহ্ন আছে।
জনপ্রিয় সংবাদ