মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) ভর্তি করানো কেন্দ্র করে রাসেল (২৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছেন স্ত্রীর বড় ভাই। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়ায় ঘটনাটি ঘটে। নিহত রাসেল রুদ্রপাড়া গ্রামের রশিদ খানের ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. শেখ রহমান (৩২)। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মাদক থেকে ফিরিয়ে আনতে রাসেল স্ত্রীর বড় ভাই রহমানকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। এনিয়ে কলহের জেরে ভোরের দিকে বসতঘরে ঘুমন্ত রাসেলের মাথায় চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেন রহমান। পরে গুরুতর অবস্থায় দোহার জয়পাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
জনপ্রিয় সংবাদ