ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

কুকুর-বিড়াল হত্যায় জাপান গার্ডেন সিটির সভাপতিসহ ৬ জনের নামে মামলা

  • আপডেট সময় : ০৮:৫৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 85

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের রিং রোড এলাকার জাপান গার্ডেন সিটি হাউজিংয়ে ১০টি কুকুর ও একটি বিড়ালকে বিষপ্রয়োগে হত্যার ঘটনায় হাউজিংটির সভাপতি আব্দুস সালামসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

অন্য আসামিরা হলেন-জাপান সিটি গার্ডেনের সেক্রেটারি শাহ নুর, সহ-সভাপতি ইয়াহইয়া এবং আরও তিন সদস্য।

রোববার (৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে চারটি প্রাণী সংগঠনের পক্ষে স্থপতি রাকিবুল হক এমিল এ মামলা করেন। বিচারক মামলার বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। মামলার আইনজীবী জাকির হোসেন এ তথ্য জানান।

মামলার প্রসঙ্গে বাদী রাকিবুল হক এমিল বলেন, ‘কুকুরগুলো বিষ প্রয়োগে মারা হয়েছে। একটি অপরাধ সংঘঠিত হয়েছে সে বিষয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। যেহেতু একজন ভেটেরিনারি কর্মকর্তা মৃতদেহগুলোর সুরতহাল, ময়নাতদন্ত এবং সিআইডি ফরেনসিক করেছেন, সেহেতু পিবিআইর মাধ্যমে অভিযোগের সুষ্ঠু তদন্ত হয়ে সত্যিকার অপরাধী বের হয়ে আসুক এটাই আমাদের চাওয়া।’

আইনজীবী জাকির হোসেন বলেন, ‘গত বছরে ২২ নভেম্বর জাপান গার্ডেন সিটি হাউজিংয়ে ১০টি কুকুর ও একটি বিড়ালকে হত্যার ঘটনায় আজ আদালতে মামলা দায়ের করা হয়। আজ মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। আশা করি, প্রাণী হত্যার সুষ্ঠু বিচারের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের হত্যা বন্ধ হবে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুকুর-বিড়াল হত্যায় জাপান গার্ডেন সিটির সভাপতিসহ ৬ জনের নামে মামলা

আপডেট সময় : ০৮:৫৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের রিং রোড এলাকার জাপান গার্ডেন সিটি হাউজিংয়ে ১০টি কুকুর ও একটি বিড়ালকে বিষপ্রয়োগে হত্যার ঘটনায় হাউজিংটির সভাপতি আব্দুস সালামসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

অন্য আসামিরা হলেন-জাপান সিটি গার্ডেনের সেক্রেটারি শাহ নুর, সহ-সভাপতি ইয়াহইয়া এবং আরও তিন সদস্য।

রোববার (৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে চারটি প্রাণী সংগঠনের পক্ষে স্থপতি রাকিবুল হক এমিল এ মামলা করেন। বিচারক মামলার বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। মামলার আইনজীবী জাকির হোসেন এ তথ্য জানান।

মামলার প্রসঙ্গে বাদী রাকিবুল হক এমিল বলেন, ‘কুকুরগুলো বিষ প্রয়োগে মারা হয়েছে। একটি অপরাধ সংঘঠিত হয়েছে সে বিষয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। যেহেতু একজন ভেটেরিনারি কর্মকর্তা মৃতদেহগুলোর সুরতহাল, ময়নাতদন্ত এবং সিআইডি ফরেনসিক করেছেন, সেহেতু পিবিআইর মাধ্যমে অভিযোগের সুষ্ঠু তদন্ত হয়ে সত্যিকার অপরাধী বের হয়ে আসুক এটাই আমাদের চাওয়া।’

আইনজীবী জাকির হোসেন বলেন, ‘গত বছরে ২২ নভেম্বর জাপান গার্ডেন সিটি হাউজিংয়ে ১০টি কুকুর ও একটি বিড়ালকে হত্যার ঘটনায় আজ আদালতে মামলা দায়ের করা হয়। আজ মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। আশা করি, প্রাণী হত্যার সুষ্ঠু বিচারের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের হত্যা বন্ধ হবে।’