প্রত্যাশা ডেস্ক : রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ৩৬ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। আল জাজিরা জানায়, গতকাল মঙ্গলবার কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো মঙ্গলবার সন্ধ্যা ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত কারফিউ জারি করেন। কারফিউ চলাকালীন কিয়েভ শহরের বাসিন্দারা বিশেষ পাস ছাড়া চলাচল করতে পারবেন না। একমাত্র তখনই তারা বাড়ির রাইরে বের হওয়ার অনুমতি পাবেন যখন (রুশ হামলার সময়) তারা বোমা প্রতিরোধী শেল্টারে (আশ্রয়কেন্দ্র) যাবেন। এক টেলিগ্রাম পোস্টে মেয়র ভিটালি বলেন, মঙ্গলবার সকালে ইউক্রেনীয় সেনা কর্তৃপক্ষের আদেশে কারফিউ জারি করা হয়েছে। কারণ, কিয়েভ শহর এখন একটি ভয়ঙ্কর ও সঙ্কটজনক পরিস্থিতিরি মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমি সকল কিয়েভবাসীকে দু’দিন ঘরে থাকার জন্য প্রস্তুত হতে বলছি। কোনো বিপদের শঙ্কা থাকলে আশ্রয়কেন্দ্রে চলে যাবেন।
ইউক্রেন সফরে তিন দেশের প্রধানমন্ত্রী, ইইউর নতুন নিষেধাজ্ঞায় রাশিয়া : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে কিয়েভ সফরে গেছেন চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা। স্থানীয় সময় গতকাল ঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তাঁরা। চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে পেত্র ফিয়ালা লিখেছেন, ‘ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি পুরো ইউরোপীয় ইউনিয়নের অকুণ্ঠ সমর্থন নিশ্চিত করাই এ সফরের উদ্দেশ্য। এ ছাড়া এ সফরে ইউক্রেন ও ইউক্রেনীয় নাগরিকদের জন্য ত্রাণসহায়তা তুলে দেওয়া হবে।’
পোলিশ প্রধানমন্ত্রীর শীর্ষ সহযোগী মিখাল বরজিক বলেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এ তিন দেশের নেতা জেলেনস্কির সঙ্গে কথা বলবেন। এ সময় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইউক্রেনকে ত্রাণসহায়তা উপহার দেবেন তাঁরা।
বরজিক আরও জানান, তিন দেশীয় প্রতিনিধিদলটি স্থানীয় সময় মঙ্গলবার সকাল আটটার দিকে পোলিশ-ইউক্রেনীয় সীমান্ত অতিক্রম করেছে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে চতুর্থ দফার নিষেধাজ্ঞা অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন এ সিদ্ধান্তের আওতায় রাশিয়ায় বিলাসবহুল পণ্য রপ্তানি ও স্টিলের পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রগুলোর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপীয় কমিশন। বিবৃতিতে কমিশন এ পদক্ষেপকে ইউক্রেন ও দেশটির জনগণের প্রতি নৃশংস আগ্রাসনের জবাব বলে উল্লেখ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, নতুন এ নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে এবং ইউক্রেনে অভিযানের জন্য অর্থায়নের সক্ষমতা কমবে।
রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জেলেনস্কির : ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসি আজ এই খবর জানিয়েছে। গত সোমবার রাতে এক টেলিভিশন ভাষণে জেলেনস্কি বলেন, চেচনিয়া যুদ্ধের চেয়ে ইউক্রেনে সামরিক অভিযানে রুশ বাহিনীর অনেক বেশি ক্ষতি হয়েছে। জেলেনস্কি বলেন, রুশ সেনারা ইতিমধ্যে এটা অনুধাবন করতে পেরেছেন যে যুদ্ধ করে কোনো কিছু অর্জন করতে পারবেন না তাঁরা। রুশ সেনাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি জানি, আপনারা প্রাণে বাঁচতে চান।’ যেসব রুশ সেনা আত্মসমর্পণ করবেন, তাঁদের সঙ্গে স্বাভাবিক আচরণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন জেলেনস্কি।
যুদ্ধরত রাশিয়ার সেনাদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘আপনারা কা-জ্ঞানহীন এই যুদ্ধ নিয়ে সত্যিকার অর্থে যা যা ভাবছেন, সেই কথোপকথন আমরা শুনেছি।’ রুশ সেনাদের আত্মসমর্পণের প্রস্তাব দিয়ে তিনি বলেন, ‘আপনারা আত্মসমর্পণ করলে একজন মানুষের সঙ্গে যে আচরণ করা হয়, আমরাও তেমন আচরণ করব।’ জেলেনস্কি রাশিয়ার সেনাদের উদ্দেশে বলেন, ‘আপনারা আপনাদের সেনাবাহিনীতে যে ব্যবহার পান না, তা–ই পাবেন। এখন আপনারা সিদ্ধান্ত নিন, কী করবেন।’
কিয়েভে ৩৬ ঘণ্টার কারফিউ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ