আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে গোলাবর্ষণে রাশিয়ার এক সাংবাদিক নিহত হয়েছেন। অনুসন্ধানী ওয়েবসাইট দ্য ইনসাইডারে কর্মরত ছিলেন ওকসানা বাউলিনা। সংবাদমাধ্যমটি জানিয়েছে, তিনি কিয়েভ এবং পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ থেকে রিপোর্টিং করছিলেন। দ্য ইনসাইডার জানিয়েছে, কিয়েভের পোডিল জেলায় ধ্বংসাবশেষের ছবি ধারণের সময় নিহত হয়েছেন ওকসানা বাউলিনা। দ্য ইনসাইডারে কাজ করার আগে ওকসানা বাউলিনা রাশিয়ার বিরোধী নেতা আলেক্সাই নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনে কাজ করেছেন। পরে রাশিয়া ছেড়ে যান তিনি। গত বছর ওই ফাউন্ডেশনকে উগ্রবাদী আখ্যা দিয়ে বেআইনি ঘোষণা করে রুশ কর্তৃপক্ষ। এর ফলে ফাউন্ডেশনের বহু কর্মী বিদেশে চলে যেতে বাধ্য হন। কিয়েভের ওই বোমাবর্ষণে আরও এক ব্যক্তি নিহত এবং আরও দুই জন নিহত হয়েছেন। দ্য ইনসাইডার জানিয়েছে, নিহত হওয়ার আগে ওকসানা বাউলিনা কিয়েভ এবং পশ্চিমাঞ্চলীয় লভিভ শহর থেকে বেশ কয়েকটি প্রতিবেদন পাঠিয়েছেন। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এনিয়ে পাঁচ সাংবাদিকের মৃত্যুর কথা জানা গেছে। মার্চের শুরুতে ইউক্রেনীয় টিভি চ্যানেল লাইভের ক্যামেরা অপারেটর ইয়েভেনি সাকুন নিহত হন। কিয়েভের টিভি টাওয়ারে বোমাবর্ষণে নিহত এই সাংবাদিক স্পেনের একটি বার্তা সংস্থার হয়েও কাজ করেছেন। দুই সপ্তাহ পরে মার্কিন সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা ব্রেন্ট রিনাউডকে (৫০) গুলি করে হত্যা করা হয়। তার দুই দিনের মাথায় ফক্স নিউজের দুই সাংবাদিক নিহত হন।