আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে চূড়ান্ত হামলা শুরুর আগে সেখানকার নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে রাশিয়া। সোমবার (২৮ ফেব্রুয়ারি) মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ টেলিভিশনে দেওয়া এক ভাষণে একথা বলেন। ইগর কোনাশেনকভ বলেন, ‘আমরা কিয়েভের জনগণকে একটি নির্দিষ্ট সড়ক দিয়ে শহড় ছেড়ে অন্যত্র সরে যেতে আহ্বান জানাচ্ছি। এতে করে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। আমি আবারো সবাইকে একটি কথা মনে করিয়ে দিতে চাই রাশিয়ার সেনারা শুধুমাত্র ইউক্রেনের সামরিক অবস্থানগুলোতে হামলা চালাবে।’ সূত্র: আল-জাজিরা