ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

কিয়েভের ঘাঁটিতে রুশ আক্রমণ প্রতিহতের দাবি ইউক্রেইনের

  • আপডেট সময় : ১২:২৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • ১৩০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেইনের রাজধানী কিয়েভে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে রুশ বাহিনীর আক্রমণ প্রতিহতের দাবি করেছে ইউক্রেইনীয় সামরিক বাহিনী।
শনিবার তারা জানায়, কিয়েভের প্রধান অ্যাভিনিউতে অবস্থিত ঘাঁটিতে রাশিয়ার সেনারা আক্রমণ করেছিল, কিন্তু সেটি প্রতিরোধ করা হয়েছে।
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেইন জানিয়েছে, রাশিয়ার সেনারা শহরটির একটি বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করছে।
রাশিয়ার বাহিনী শুক্রবার দিবাগত রাতে ‘প্রচ- আক্রমণ’ শুরু করতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেইনের সশস্ত্র বাহিনী ফেইসবুকে ইংরেজি ভাষায় দেওয়া এক পোস্টে বলেছে, “কিয়েভের ভিক্টর অ্যাভিনিউতে সামরিক বাহিনীর একটি ইউনিটের ওপর রাশিয়ার সামরিক অপরাধীরা আক্রমণ করেছিল। আক্রমণ প্রতিহত করা হয়েছে।”
তবে এতে আর বিস্তারিত কিছু জানানো হয়নি এবং তাৎক্ষণিকভাবে তাদের এ দাবি রয়টার্স যাচাইও করতে পারেনি। ভিক্টর অ্যাভিনিউয়ের অবস্থান কিয়েভের কেন্দ্রস্থলের পশ্চিম প্রান্তে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কিয়েভের ঘাঁটিতে রুশ আক্রমণ প্রতিহতের দাবি ইউক্রেইনের

আপডেট সময় : ১২:২৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেইনের রাজধানী কিয়েভে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে রুশ বাহিনীর আক্রমণ প্রতিহতের দাবি করেছে ইউক্রেইনীয় সামরিক বাহিনী।
শনিবার তারা জানায়, কিয়েভের প্রধান অ্যাভিনিউতে অবস্থিত ঘাঁটিতে রাশিয়ার সেনারা আক্রমণ করেছিল, কিন্তু সেটি প্রতিরোধ করা হয়েছে।
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেইন জানিয়েছে, রাশিয়ার সেনারা শহরটির একটি বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করছে।
রাশিয়ার বাহিনী শুক্রবার দিবাগত রাতে ‘প্রচ- আক্রমণ’ শুরু করতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেইনের সশস্ত্র বাহিনী ফেইসবুকে ইংরেজি ভাষায় দেওয়া এক পোস্টে বলেছে, “কিয়েভের ভিক্টর অ্যাভিনিউতে সামরিক বাহিনীর একটি ইউনিটের ওপর রাশিয়ার সামরিক অপরাধীরা আক্রমণ করেছিল। আক্রমণ প্রতিহত করা হয়েছে।”
তবে এতে আর বিস্তারিত কিছু জানানো হয়নি এবং তাৎক্ষণিকভাবে তাদের এ দাবি রয়টার্স যাচাইও করতে পারেনি। ভিক্টর অ্যাভিনিউয়ের অবস্থান কিয়েভের কেন্দ্রস্থলের পশ্চিম প্রান্তে।