নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে এক স্কুলছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে। সে খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। গতকাল সোমবার সকাল ৯টার দিকে খিলপাড়া ইউনিয়নের শ্রীনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি আলম বলেন, ওই ছাত্রী বিদ্যালয়ে আসার সময় কে বা কারা তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। বিদ্যালয় থেকে দুই কিলোমিটার দূরে বাড়ির সামনে থেকে সে অপহৃত হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে স্থানীয় শ্রীনগর বাজার থেকে কয়েকজন বখাটে যুবক মাইক্রোবাসযোগে ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। বাজারের লোকজন টের পেলে মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায়।