আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের কিরকুক শহরের কাছে একটি চেকপোস্টে প্রাণঘাতী হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ।
গত রোববার রাতের ওই হামলায় ১০ পুলিশ নিহত ও চার জন আহত হন বলে ইরাকি পুলিশের সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।
ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে নিজেদের বার্তা সংস্থা আমাকের মাধ্যমে সোমবার ওই হামলার দায় স্বীকার করে আইএস। কিরকুকের আশপাশের অঞ্চলে গোষ্ঠীটির জঙ্গিরা এখনও সক্রিয় বলে জানিয়েছে রয়টার্স। পুলিশের সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, হামলকারীরা কিরকুকের ৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে রাশাদ শহরের একটি এলাকায় ওই চেকপোস্টে অবস্থানরত পুলিশের ওপর দুই ঘণ্টা ধরে হামলা চালিয়েছে। অতিরিক্ত পুলিশ যেন আসতে না পারে তার জন্য জঙ্গিরা রাস্তায় বোমা পেতে রেখেছিল, এসব বোমার বিস্ফোরণে পুলিশের তিনটি গাড়ি ধ্বংস হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।
গত রোববার পৃথক আরেক ঘটনায় ইরাকের মসুল শহরের দক্ষিণপূর্বে সেনাবাহিনীর একটি চেকপোস্টে বন্দুকধারীদের হামলায় অন্তত তিন সৈন্য নিহত ও একজন আহত হয়েছেন বলে নিরাপত্তা সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে।
২০১৭ সালে জঙ্গি গোষ্ঠী আইএস পরাজিত হলেও তাদের অবশিষ্টাংশ ইরাকের বিভিন্ন অংশে সরকারি বাহিনীগুলোর বিরুদ্ধে গেরিলা কায়দায় হামলা চালিয়ে যাচ্ছে।
কিরকুকের কাছে ১০ ইরাকি পুলিশকে হত্যার দায় স্বীকার আইএসের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ