ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

কিবোর্ডে ‘সুইচ’ অদলবদলের সুবিধা দিচ্ছে কোর্সেয়ার

  • আপডেট সময় : ১০:৩১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
  • ১১৫ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : নিজস্ব মেকানিক্যাল কিবোর্ডে প্রথমবারের মতো ‘সোয়াপএবল সুইচ’ ফিচার দিচ্ছে হার্ডওয়্যার নির্মাতা কোর্সেয়ার। নতুন এই ফিচারের মাধ্যমে সহজেই কিবোর্ডের বাটন অদলবদল করতে পারবেন ব্যবহারকারী।
মেকানিক্যাল কিবোর্ডে ‘হট-সোয়াপএবল সুইচ’ ফিচারটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে, যা ব্যবহারকারীকে পুরোপুরি নতুন কিবোর্ড কেনার প্রয়োজনীয়তা ছাড়াই টাইপিংয়ের জন্য সম্পূর্ণ ভিন্ন কিবোর্ডের অনুভূতি দেয়। সোয়াপএবল সুইচ থাকা কোর্সেয়ার-এর কিবোর্ডটির নাম ‘কে৭০ প্রো মিনি ওয়্যারলেস’। তারবিহীন সংস্করণের এই কিবোর্ডের দাম ১৭৯.৯৯ ডলার। নতুন এই ফিচারে তুলনামূলক ‘কম পরিচিত সুইচ’ ব্যবহারের সুবিধা রয়েছে, যেগুলো কিবোর্ডে প্রি-ইনস্টল করা কঠিন হতে পারে। মূলধারার গেইমিং ব্র্যান্ডে সোয়াপএবল সুইচ সমর্থনের ঘটনা এখনও বিরল। এই ফিচার সমর্থন করা কয়েকটি শীর্ষস্থানীয় ব্র্যান্ডের একটি হচ্ছে লজিটেক।
‘চেরি এমএক্স রেড’ বা ‘চেরি এমএক্স স্পিড সিলভার’ সুইচের যেকোনো একটি থাকবে কোর্সেয়ার ‘কে৭০ প্রো মিনি ওয়্যারলেস’ কিবোর্ডে। এর মধ্যে সিলভার সুইচটি তৈরি হয়েছে গেইমারদের কথা বিবেচনা করে। পাশাপাশি, সুইচটি এমনভাবে নকশা করা যেন এটি দ্রুতগতিতে কাজ করতে পারে। ব্যবহারকারী যদি তারযুক্ত কিবোর্ড ব্যবহার করেন, তাহলে আট হাজার হার্টজ পর্যন্ত ‘পোলিং রেট’ দেবে এটি। এর মানে সংযোগ করা কম্পিউটারে অন্যান্য কীবোর্ডের তুলনায় প্রায় আট গুণ দ্রুত ‘কি প্রেস’ রিপোর্ট করবে এটি। এর ফলে ‘কি প্রেস’ কমান্ডে গড় বিলম্ব প্রতি মিলিসেকেন্ডে এক চতুর্থাংশেরও কম হয় বলে দাবি করছে কোর্সেয়ার। কোনো ব্যবহারকারী পিসিতে তারবিহীন সংযোগ করতে চাইলে ব্লুটুথ বা ইউএসবি ডংগল ব্যবহারের সুবিধাও রয়েছে, যেখানে কিবোর্ড সর্বোচ্চ তিনটি পর্যন্ত ‘পেয়ার্ড ডিভাইস’ স্মরণ রাখবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কিবোর্ডে ‘সুইচ’ অদলবদলের সুবিধা দিচ্ছে কোর্সেয়ার

আপডেট সময় : ১০:৩১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২

প্রযুক্তি ডেস্ক : নিজস্ব মেকানিক্যাল কিবোর্ডে প্রথমবারের মতো ‘সোয়াপএবল সুইচ’ ফিচার দিচ্ছে হার্ডওয়্যার নির্মাতা কোর্সেয়ার। নতুন এই ফিচারের মাধ্যমে সহজেই কিবোর্ডের বাটন অদলবদল করতে পারবেন ব্যবহারকারী।
মেকানিক্যাল কিবোর্ডে ‘হট-সোয়াপএবল সুইচ’ ফিচারটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে, যা ব্যবহারকারীকে পুরোপুরি নতুন কিবোর্ড কেনার প্রয়োজনীয়তা ছাড়াই টাইপিংয়ের জন্য সম্পূর্ণ ভিন্ন কিবোর্ডের অনুভূতি দেয়। সোয়াপএবল সুইচ থাকা কোর্সেয়ার-এর কিবোর্ডটির নাম ‘কে৭০ প্রো মিনি ওয়্যারলেস’। তারবিহীন সংস্করণের এই কিবোর্ডের দাম ১৭৯.৯৯ ডলার। নতুন এই ফিচারে তুলনামূলক ‘কম পরিচিত সুইচ’ ব্যবহারের সুবিধা রয়েছে, যেগুলো কিবোর্ডে প্রি-ইনস্টল করা কঠিন হতে পারে। মূলধারার গেইমিং ব্র্যান্ডে সোয়াপএবল সুইচ সমর্থনের ঘটনা এখনও বিরল। এই ফিচার সমর্থন করা কয়েকটি শীর্ষস্থানীয় ব্র্যান্ডের একটি হচ্ছে লজিটেক।
‘চেরি এমএক্স রেড’ বা ‘চেরি এমএক্স স্পিড সিলভার’ সুইচের যেকোনো একটি থাকবে কোর্সেয়ার ‘কে৭০ প্রো মিনি ওয়্যারলেস’ কিবোর্ডে। এর মধ্যে সিলভার সুইচটি তৈরি হয়েছে গেইমারদের কথা বিবেচনা করে। পাশাপাশি, সুইচটি এমনভাবে নকশা করা যেন এটি দ্রুতগতিতে কাজ করতে পারে। ব্যবহারকারী যদি তারযুক্ত কিবোর্ড ব্যবহার করেন, তাহলে আট হাজার হার্টজ পর্যন্ত ‘পোলিং রেট’ দেবে এটি। এর মানে সংযোগ করা কম্পিউটারে অন্যান্য কীবোর্ডের তুলনায় প্রায় আট গুণ দ্রুত ‘কি প্রেস’ রিপোর্ট করবে এটি। এর ফলে ‘কি প্রেস’ কমান্ডে গড় বিলম্ব প্রতি মিলিসেকেন্ডে এক চতুর্থাংশেরও কম হয় বলে দাবি করছে কোর্সেয়ার। কোনো ব্যবহারকারী পিসিতে তারবিহীন সংযোগ করতে চাইলে ব্লুটুথ বা ইউএসবি ডংগল ব্যবহারের সুবিধাও রয়েছে, যেখানে কিবোর্ড সর্বোচ্চ তিনটি পর্যন্ত ‘পেয়ার্ড ডিভাইস’ স্মরণ রাখবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।