ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ০৯ মার্চ ২০২৫

কিছু করতে না পারলে ক্ষমতা ছাড়ুন: চার নারী উপদেষ্টাকে নারীমুক্তি কেন্দ্র

  • আপডেট সময় : ০৮:৩৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

জাতীয় প্রস ক্লাবের সামনে শনিবার নারী সমাবেশ করে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র-ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: নারী নিপীড়ন বন্ধে ‘কিছু’ করার না থাকলে চার নারী উপদেষ্টাকে ক্ষমতা ছেড়ে সড়কে নামার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র।

শনিবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নারী সমাবেশে সংগঠনটির সভাপতি সীমা দত্ত বলেন, আপনারা যদি সত্যিকার অর্থে নারীদের জন্য কাজ করতে চান, আর আপনারা যদি ক্ষমতায় বসে কিছু করতে না পারেন, তাহলে রাস্তায় নেমে আসুন।

আপনারা ক্ষমতা ছাড়ুন, আপনারা বলুন যে, আপনারা ব্যর্থ। তাহলে আমরা অন্তত বলতে পারব, প্রচলিত ব্যবস্থায় আপনারা সফল হতে পারেননি।

স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে সীমা দত্ত বলেন, ক্ষমতায় বসে কী করছেন? তার কথায় আমরা প্রতিদিন তামাশা দেখি।

আন্দোলনের সময় বিগত সরকারের মন্ত্রীরা যেমন ৩২টি দাঁত দেখিয়ে মানুষের ওপর সব দায় চাপাত, এ সরকারও তাই করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি জানাচ্ছি।

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকারের কাছে বিগত সময়ে চেয়ে আসা খুন-ধর্ষণের বিচার পাওয়া যাবে, সে প্রত্যাশা থাকার কথা বলেন সীমা দত্ত।

কিন্তু সে সমস্ত মামলা নিষ্পত্তি করা তো দূরে থাক, বরং প্রতিদিন নানাভাবে নারী নিপীড়নের ঘটনা ঘটছে। সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিরা বলছেন, আওয়ামী লীগের দোসররা নাকি এসব করছে। যদি তাই হয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী কী করছে? আমরা সরকারের কাছে এর জবাব চাই।

নারীমুক্তি কেন্দ্রের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুস্মিতা রায় সুপ্তি বলেন, বিশেষ বিধানের সুযোগ নিয়ে দেশে বাল্যবিয়ে ও অল্প বয়সে গর্ভবতী মায়ের সংখ্যা বাড়ছে।

কর্মজীবী নারীও সন্তানকে কাছে রাখতে পারছেন না। ফলে প্রতিটি প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার তৈরি করতে হবে এবং নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করতে হবে।

সাম্প্রতিক নারী নিপীড়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা আর দাবি জানাতে চাই না, আমরা চাই আইনের সুষ্ঠু ও কঠোর প্রয়োগ। আমরা দেখতে চাই মাগুরার শিশুটির ধর্ষকরা শাস্তি পেয়েছে কিনা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নাঈমের ১৭৬, দেশের মাটিতে সর্বোচ্চ সংগ্রহ প্রাইম ব্যাংকের

কিছু করতে না পারলে ক্ষমতা ছাড়ুন: চার নারী উপদেষ্টাকে নারীমুক্তি কেন্দ্র

আপডেট সময় : ০৮:৩৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক: নারী নিপীড়ন বন্ধে ‘কিছু’ করার না থাকলে চার নারী উপদেষ্টাকে ক্ষমতা ছেড়ে সড়কে নামার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র।

শনিবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নারী সমাবেশে সংগঠনটির সভাপতি সীমা দত্ত বলেন, আপনারা যদি সত্যিকার অর্থে নারীদের জন্য কাজ করতে চান, আর আপনারা যদি ক্ষমতায় বসে কিছু করতে না পারেন, তাহলে রাস্তায় নেমে আসুন।

আপনারা ক্ষমতা ছাড়ুন, আপনারা বলুন যে, আপনারা ব্যর্থ। তাহলে আমরা অন্তত বলতে পারব, প্রচলিত ব্যবস্থায় আপনারা সফল হতে পারেননি।

স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে সীমা দত্ত বলেন, ক্ষমতায় বসে কী করছেন? তার কথায় আমরা প্রতিদিন তামাশা দেখি।

আন্দোলনের সময় বিগত সরকারের মন্ত্রীরা যেমন ৩২টি দাঁত দেখিয়ে মানুষের ওপর সব দায় চাপাত, এ সরকারও তাই করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি জানাচ্ছি।

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকারের কাছে বিগত সময়ে চেয়ে আসা খুন-ধর্ষণের বিচার পাওয়া যাবে, সে প্রত্যাশা থাকার কথা বলেন সীমা দত্ত।

কিন্তু সে সমস্ত মামলা নিষ্পত্তি করা তো দূরে থাক, বরং প্রতিদিন নানাভাবে নারী নিপীড়নের ঘটনা ঘটছে। সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিরা বলছেন, আওয়ামী লীগের দোসররা নাকি এসব করছে। যদি তাই হয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী কী করছে? আমরা সরকারের কাছে এর জবাব চাই।

নারীমুক্তি কেন্দ্রের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুস্মিতা রায় সুপ্তি বলেন, বিশেষ বিধানের সুযোগ নিয়ে দেশে বাল্যবিয়ে ও অল্প বয়সে গর্ভবতী মায়ের সংখ্যা বাড়ছে।

কর্মজীবী নারীও সন্তানকে কাছে রাখতে পারছেন না। ফলে প্রতিটি প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার তৈরি করতে হবে এবং নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করতে হবে।

সাম্প্রতিক নারী নিপীড়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা আর দাবি জানাতে চাই না, আমরা চাই আইনের সুষ্ঠু ও কঠোর প্রয়োগ। আমরা দেখতে চাই মাগুরার শিশুটির ধর্ষকরা শাস্তি পেয়েছে কিনা।