বিনোদন ডেস্ক: দেশের কিংবদন্তি দুই গায়িকা সাবিনা ইয়াসমিন ও ফরিদা পারভিন হাসপাতালে চিকিৎসাধীন। দু’জনের অনুরাগীদের ঘুম উড়ে গেছে চিন্তায়। দুই কণ্ঠশিল্পীর শারীরিক অবস্থা জানতে উদগ্রীব তারা। এবার জানা গেল তাদের শারীরিক অবস্থা সম্পর্কে।
সাবিনা ইয়াসমিনের সহযোগী সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ সংবাদমাধ্যমকে বলেন, ‘তার (সাবিনা ইয়াসমিন) অবস্থা এখন অনেক ভালো। কোনো সমস্যা নেই। কেবিনে নিয়ে আসা হয়েছে। আমাদের সঙ্গে কথা বলছেন। চিকিৎসক জানিয়েছেন, আগামীকাল (আজ) বাসায় যেতে পারবেন।’
গত শুক্রবার এইচএসবিসি আয়োজিত ‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ অনুষ্ঠান দিয়ে মঞ্চে ফেরেন সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে প্রায় দেড়ঘন্টা গান গাওয়া পর অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর হাসপাতালে নেওয়া হয় তাকে।
অন্যদিকে এখনো আইসিইউতে ফরিদা পারভিন। তার স্বামী বংশীবাদক গাজী আব্দুল হাকিম বলেন, ‘তার শরীরের অবস্থা আগের চেয়ে একটু ভালো। তবে এখনো আইসিইউতে রাখা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের বিশ্বাস, আল্লাহ তাআলার রহমত আর ফরিদার অসংখ্য ভক্ত-শ্রোতার দোয়ায় সে ভালো হয়ে ফিরবে।’
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফরিদা পারভিন। এ সময় জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন ফরিদা পারভিন। এর আগে ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন ফরিদা পারভীন। সে সময়ও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।