ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কিউবায় অস্ত্রাগারে বিস্ফোরণের পর ১৩ সেনা নিখোঁজ

  • আপডেট সময় : ০৭:৩৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

মেলোনেসের একটি নির্মাণ এলাকায় লাগা আগুনের কারণে বিস্ফোরণটি ঘটেছে বলে প্রথমে জানিয়েছিলেন কর্মকর্তারা। ছবি

আন্তর্জাতিক ডেস্ক: কিউবায় একটি অস্ত্রাগারে বিস্ফোরণের পর থেকে ১৩ সেনা নিখোঁজ রয়েছেন। অস্ত্রাগারটিতে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ ছিল।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ওই বিস্ফোরণে পূর্বাঞ্চলীয় হোলগিন প্রদেশের ছোট গ্রামীণ এলাকা মেলোনেসে কেঁপে ওঠে, রাতে জানায় কিউবার সশস্ত্র বাহিনী।

মেলোনেস এলাকাটি রাজধানী হাভানা থেকে ৭২৪ কিলোমিটার দক্ষিণপূর্বে। একটি নির্মাণ এলাকায় লাগা আগুনের কারণে বিস্ফোরণটি ঘটেছে বলে এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে বিস্ফোরণের এই ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

কিউবার সামরিক বাহিনী জানিয়েছে, নিখোঁজ সেনাদের মধ্যে চারজন কর্মকর্তা ও নয়জন সৈন্য।

রয়টার্স জানায়, সামাজিক মাধ্যমে আসা ভিডিওগুলোতে মেলোনেসের কাছে ঘন এক সারি গাছের ওপর দিয়ে আগুনের শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডুলি দেখা গেছে।

দমকল কর্মীরা ও উদ্ধারকারী দলগুলো আগুন নেভাতে কাজ করছেন। স্থানীয় পুলিশ ও সেনারা ঘটনাস্থলে যাওয়ার পথগুলো পাহারা দিচ্ছে।

মঙ্গলবার কর্মকর্তারা জানান, বিস্ফোরণের পর ৩৬১ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডলার সংকট-লোডশেডিং,গাজীপুরে বন্ধ হয়ে গেল ৪০ বছরের পুরোনো কারখানা

কিউবায় অস্ত্রাগারে বিস্ফোরণের পর ১৩ সেনা নিখোঁজ

আপডেট সময় : ০৭:৩৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: কিউবায় একটি অস্ত্রাগারে বিস্ফোরণের পর থেকে ১৩ সেনা নিখোঁজ রয়েছেন। অস্ত্রাগারটিতে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ ছিল।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ওই বিস্ফোরণে পূর্বাঞ্চলীয় হোলগিন প্রদেশের ছোট গ্রামীণ এলাকা মেলোনেসে কেঁপে ওঠে, রাতে জানায় কিউবার সশস্ত্র বাহিনী।

মেলোনেস এলাকাটি রাজধানী হাভানা থেকে ৭২৪ কিলোমিটার দক্ষিণপূর্বে। একটি নির্মাণ এলাকায় লাগা আগুনের কারণে বিস্ফোরণটি ঘটেছে বলে এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে বিস্ফোরণের এই ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

কিউবার সামরিক বাহিনী জানিয়েছে, নিখোঁজ সেনাদের মধ্যে চারজন কর্মকর্তা ও নয়জন সৈন্য।

রয়টার্স জানায়, সামাজিক মাধ্যমে আসা ভিডিওগুলোতে মেলোনেসের কাছে ঘন এক সারি গাছের ওপর দিয়ে আগুনের শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডুলি দেখা গেছে।

দমকল কর্মীরা ও উদ্ধারকারী দলগুলো আগুন নেভাতে কাজ করছেন। স্থানীয় পুলিশ ও সেনারা ঘটনাস্থলে যাওয়ার পথগুলো পাহারা দিচ্ছে।

মঙ্গলবার কর্মকর্তারা জানান, বিস্ফোরণের পর ৩৬১ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।