ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

কিউআর কোড ছাড়া রিকশা চলতে দেবে না ডিএনসিসি

  • আপডেট সময় : ০১:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা শহরে ২৮ হাজার রিকশার নিবন্ধন রয়েছে। কিন্তু এখন ১০ লাখের বেশি রিকশা চলছে। এগুলোর কোনো ডাটাবেজ নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, অনিবন্ধিত রিকশা তুলে দেবো। নতুন করে কিউআর কোডযুক্ত করে দুই লাখ রিকশা নিবন্ধন দেবো।
গতকাল বুধবার গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট’ শীর্ষক এই অভিজ্ঞতা অর্জন অনুষ্ঠানের আয়োজন করে ডিএনসিসি।
অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানীতে এই ১০ লাখ রিকশা কীভাবে এলো, তার কোনো ডাটাবেজ এবং শৃঙ্খলা নেই। ঢাকায় সব রিকশাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবো। এ জন্য কিউআর কোডযুক্ত করে রিকশার নিবন্ধন দেবো। এতে করে কিউআর স্ক্যান করলেই বোঝা যাবে এই রিকশা কোথাকার, মালিক কে, গ্যারেজ কোথায়? অর্থাৎ যাবতীয় তথ্য এই কিউআর কোডের মাধ্যমে জানা যাবে। তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ডিএনসিসি গড়ে ৫০ শতাংশ সড়ক বাতি নির্দিষ্ট সময়ের পর বন্ধ রাখছে। অফিসগুলোতেও অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখতে বলা হয়েছে। কিন্তু ব্যাটারিচালিত রিকশা সেই বিদ্যুৎ অপচয় করছে। তারা বিদ্যুতের বিল দিচ্ছে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সমন্বিত অভিযান চালাবো। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অ্যাডিশনাল ডিরেক্টর খোরশেদ আলম, শাহ জিয়াউল হকসহ ডিএনসিসির কাউন্সিলর এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কিউআর কোড ছাড়া রিকশা চলতে দেবে না ডিএনসিসি

আপডেট সময় : ০১:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা শহরে ২৮ হাজার রিকশার নিবন্ধন রয়েছে। কিন্তু এখন ১০ লাখের বেশি রিকশা চলছে। এগুলোর কোনো ডাটাবেজ নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, অনিবন্ধিত রিকশা তুলে দেবো। নতুন করে কিউআর কোডযুক্ত করে দুই লাখ রিকশা নিবন্ধন দেবো।
গতকাল বুধবার গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট’ শীর্ষক এই অভিজ্ঞতা অর্জন অনুষ্ঠানের আয়োজন করে ডিএনসিসি।
অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানীতে এই ১০ লাখ রিকশা কীভাবে এলো, তার কোনো ডাটাবেজ এবং শৃঙ্খলা নেই। ঢাকায় সব রিকশাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবো। এ জন্য কিউআর কোডযুক্ত করে রিকশার নিবন্ধন দেবো। এতে করে কিউআর স্ক্যান করলেই বোঝা যাবে এই রিকশা কোথাকার, মালিক কে, গ্যারেজ কোথায়? অর্থাৎ যাবতীয় তথ্য এই কিউআর কোডের মাধ্যমে জানা যাবে। তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ডিএনসিসি গড়ে ৫০ শতাংশ সড়ক বাতি নির্দিষ্ট সময়ের পর বন্ধ রাখছে। অফিসগুলোতেও অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখতে বলা হয়েছে। কিন্তু ব্যাটারিচালিত রিকশা সেই বিদ্যুৎ অপচয় করছে। তারা বিদ্যুতের বিল দিচ্ছে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সমন্বিত অভিযান চালাবো। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অ্যাডিশনাল ডিরেক্টর খোরশেদ আলম, শাহ জিয়াউল হকসহ ডিএনসিসির কাউন্সিলর এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।