ক্রীড়া প্রতিবেদক: ফেডারেশন কাপে পুলিশ এফসিকে ৩-২ গোলে হারিয়ে জয়ে ফিরেছে বসুন্ধরা কিংস। গত মৌসুমের ট্রেবলজয়ীরা সব প্রতিযোগিতা মিলিয়ে গত তিন ম্যাচ ছিল জয়শূন্য। কিংস অ্যারেনাতে ১১ মিনিটে তিন গোল হওয়ায় জমজমাট এক ম্যাচের আভাস পাওয়া যায়। মিগেইল ফিগেইরার কর্নার থেকে ৬ মিনিটে দলকে লিড এনে দেন তপু বর্মন।
তবে লিড পাওয়ার আনন্দ দ্রুতই মিইয়ে যায়। ফিরতি মিনিটেই যে পুলিশকে সমতায় ফেরান আল-আমিন। ইসা ফয়সালের ক্রস ধরে বসুন্ধরার দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বের হয়ে দারুণ গোল করেন এই ফরোয়ার্ড। তবে ৪ মিনিটের ব্যবধানে আবারো এগিয়ে যায় কিংস। ১১ মিনিটে দলকে দ্বিতীয়বার লিড এনে দেন অধিনায়ক মিগেইল। স্বদেশি জনাথন ফার্নান্দেসের পাস থেকে বাঁ পায়ে দারুণ এক গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ২৫ মিনিটে গোলরক্ষক রাকিবুল তুষার ও সাগর মিয়া যৌথভাবে পুলিশকে গোল হজম করা থেকে রক্ষা করেন।
শুরুতে ফাহিমের শট ফিস্ট করেন তুষার। পরে ফিরতি সুযোগে রাকিব শট নিলে বল জালে জড়ানোর আগে ফেরান সাগর মিয়া। ৩৪ মিনিটে রাকিবকে আরেকবার হতাশ করেন গোলরক্ষক তুষার। পরে ২-১ ব্যবধানে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর আরও দুই গোল হয়েছে। ৫২ মিনিটে মিগেলের পাসে পোস্টের একদম সামনে থেকে ফাঁকায় থাকা ফার্নান্দেস শুধু বলের গতি পরিবর্তন করে দেন। দুই মিনিট পর আল আমিনের গোলে পুলিশ আবারও ব্যবধান কমিয়েছে। কাজেম শাহর ডিফেন্স চেরা পাস থেকে গোলকিপার শ্রাবণকে কাটিয়ে কোনাকুনি শটে স্কোরলাইন ৩-২ করেন আল আমিন।
বাকি সময় চেষ্টা করেও পুলিশের খেলোয়াড়রা হার এড়াতে পারেনি। তাতে লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেলো ভালেরিউ তিতার দল। এদিকে, দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে ফর্টিস এফসিও। ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিস এফসির সামনে দাঁড়াতে পারেনি ওয়ান্ডারার্স। প্রথমার্ধে ফর্টিস ১-০ গোলে এগিয়ে ছিল।
শেষ দিকে পিয়াস আহমেদ নোভার তৃতীয় গোলের আগে নবাগত জয় কুমার করেন দুটি গোল। গ্রুপে তিন ম্যাচের দুটিতে জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে দুটিতে জয় ও একটিতে হার নিয়ে কিংস ৬ পয়েন্ট পেয়েছে। তারা আছে দ্বিতীয় স্থানে।