ক্রীড়া ডেস্ক: দুইবারের হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন, বক্সিংয়ের কিংবদন্তি জর্জ ফোরম্যান আর নেই। ৭৬ বছর বয়সে গতকাল নিজের বাড়িতে মারা যান তিনি। তার পরিবার ইনস্টাগ্রামে এক বার্তায় জানায়, ‘এটি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় জর্জ ফোরম্যান আজ মারা গিয়েছেন। সে সময় আমরা তার পাশে ছিলাম। তিনি ছিলেন একজন ভালো স্বামী এবং শ্রেষ্ঠ বাবা। ‘ফোরম্যানের নাম বক্সিং ইতিহাসে চিরকাল স্মরণীয় থাকবে, বিশেষ করে মহম্মদ আলির সঙ্গে ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ লড়াইয়ের জন্য। তার পরিবার আরো জানায়, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় জর্জ আর নেই।‘ ১৯৭৩ সালে প্রথম হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন হন ফোরম্যান। তবে ১৯৭৪ সালে মোহাম্মদ আলির কাছে হেরে যান।
এরপর বেশ কিছুদিন বক্সিং থেকে দূরে থাকেন, কিন্তু ১৯৯৪ সালে ফের রিংয়ে ফিরে মাইকেল মুরেরকে হারিয়ে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হন। এখনো সবচেয়ে বেশি বয়সে হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডধারী ফোরম্যান। ৪৬ বছর ১৬৯ দিন বয়সে খেতাব জিতেছিলেন তিনি। তার ক্যারিয়ার রেকর্ড ছিল ৭৬ জয়, ৫ পরাজয়; যার মধ্যে ৬৮টি ছিল নকআউট।