ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

কিংবদন্তি পরসের সম্মানে ৭৭ নম্বর জার্সিটি তুলে রাখল নেপাল

  • আপডেট সময় : ১২:০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • ৯৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : নেপাল ক্রিকেটের উত্থানের ইতিহাসে পরস খাডকার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। নেপালের সাবেক এই অধিনায়কের নেতৃত্বেই নেপাল ক্রিকেট অনেক এগিয়ে গিয়েছে। কিছু দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পরস। নেপাল ক্রিকেটে তার অবদানের জন্য পরসের অবসরের সঙ্গে সঙ্গে তার ৭৭ নম্বর জার্সিটিকেও অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। পরস গত ৩ আগস্ট অবসরের ঘোষণা দেন। ২০০২ সালে অনূর্ধ্ব-১৫ দল দিয়ে নেপাল ক্রিকেটের সাথে তার যাত্রা শুরু হয়েছিল। ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ১০টি ওয়ানডে ও ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ ১০ বছর নেপাল দলের অধিনায়কের ভূমিকা পালন করেছেন তিনি। বয়সভিত্তিক ও জাতীয় দল মিলিয়ে প্রায় ১৮ বছর নেপাল ক্রিকেটে অবদান রেখেছেন পরস। আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সময় অধিনায়ক থাকার রেকর্ডও পরসের দখলে। তার অধিনায়কত্বেই নেপাল ২০১৪ সালে টি-টোয়েন্টি ও ২০১৮ সালে ওয়ানডে স্ট্যাটাস পায়। ২০১৮ সালেই নিজেদের প্রথম ওয়ানডে সিরিজ জিতেছিল নেপাল, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। অধিনায়ক হিসেবে ২৬ টি-টোয়েন্টির ১১টি ও ৬ ওয়ানডের ৩টিতে জয় পেয়েছেন পরস। নেপালের পক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ওয়ানডেতে ৩১৫ ও টেস্টে ৭৯৯ রান করেছেন পরশ। ৭৭ নং জার্সি পরে খেলতেন পরস। নেপাল ক্রিকেটের সিদ্ধান্ত মোতাবেক পরসের ৭৭ নম্বর জার্সি পরে আর কোনো নেপালিকে মাঠে নামতে দেখা যাবে না।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কিংবদন্তি পরসের সম্মানে ৭৭ নম্বর জার্সিটি তুলে রাখল নেপাল

আপডেট সময় : ১২:০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক : নেপাল ক্রিকেটের উত্থানের ইতিহাসে পরস খাডকার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। নেপালের সাবেক এই অধিনায়কের নেতৃত্বেই নেপাল ক্রিকেট অনেক এগিয়ে গিয়েছে। কিছু দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পরস। নেপাল ক্রিকেটে তার অবদানের জন্য পরসের অবসরের সঙ্গে সঙ্গে তার ৭৭ নম্বর জার্সিটিকেও অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। পরস গত ৩ আগস্ট অবসরের ঘোষণা দেন। ২০০২ সালে অনূর্ধ্ব-১৫ দল দিয়ে নেপাল ক্রিকেটের সাথে তার যাত্রা শুরু হয়েছিল। ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ১০টি ওয়ানডে ও ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ ১০ বছর নেপাল দলের অধিনায়কের ভূমিকা পালন করেছেন তিনি। বয়সভিত্তিক ও জাতীয় দল মিলিয়ে প্রায় ১৮ বছর নেপাল ক্রিকেটে অবদান রেখেছেন পরস। আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সময় অধিনায়ক থাকার রেকর্ডও পরসের দখলে। তার অধিনায়কত্বেই নেপাল ২০১৪ সালে টি-টোয়েন্টি ও ২০১৮ সালে ওয়ানডে স্ট্যাটাস পায়। ২০১৮ সালেই নিজেদের প্রথম ওয়ানডে সিরিজ জিতেছিল নেপাল, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। অধিনায়ক হিসেবে ২৬ টি-টোয়েন্টির ১১টি ও ৬ ওয়ানডের ৩টিতে জয় পেয়েছেন পরস। নেপালের পক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ওয়ানডেতে ৩১৫ ও টেস্টে ৭৯৯ রান করেছেন পরশ। ৭৭ নং জার্সি পরে খেলতেন পরস। নেপাল ক্রিকেটের সিদ্ধান্ত মোতাবেক পরসের ৭৭ নম্বর জার্সি পরে আর কোনো নেপালিকে মাঠে নামতে দেখা যাবে না।