ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন অনন্ত-বর্ষা

  • আপডেট সময় : ০২:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন ঢাকাই সিনেমার তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। মঙ্গলবার (০৪ অক্টোবর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে মিশরের উদ্দেশে রওনা দেন তারা।
জানা গেছে, ৫ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে আলেকজান্দ্রিয়া মেডিটেরেনিয়ান কান্ট্রিজ ফিল্ম ফেস্টিভ্যালের চলচ্চিত্র উৎসব। মিশরের সংস্কৃতি মন্ত্রণালয় ও আলেকজান্দ্রিয়া প্রশাসনের যৌথ আয়োজনে দেশটির রাজধানী কায়রোয় এ উৎসবের ৩৮তম আসর বসবে। সেখানে বাংলাদেশ থেকে ‘দিন: দ্য ডে’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন অনন্ত-বর্ষা।
এ প্রসঙ্গে অনন্ত জলিল জানান, ‘এটা সত্যিই দারুণ আনন্দের খবর। এ উৎসবটি চলচ্চিত্রের জন্য বেশ প্রসিদ্ধ। মিশরের সরকার সরাসরি এতে যুক্ত রয়েছে। এখানে আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে। এটা আমাদের দেশের চলচ্চিত্রের জন্য একটা বড় পাওয়া। ’
এই অভিনেতা আরো বলেন, ‘এই প্রথম বাংলাদেশি কোনো সেলিব্রিটি হিসেবে অফিশিয়াল ইনভাইটেশনে মিশরের কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি। এতে আমাদের খুব ভালো লাগছে। আমরা চাই বাংলাদেশের সিনেমাগুলো পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে, হয়তো সব দেশে সম্ভব হবে না। মালয়েশিয়ায় আমাদের সাফল্যের কথা ইতোমধ্যে জেনেছেন। ’
ভিডিও বার্তায় বর্ষা বলেন, আমরা এখন প্লেনে। দেখতেই পাচ্ছেন। কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন, এই প্রথম বাংলাদেশের কোনো সেলিব্রিটি মিশর ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ইনভাইটেশন পেয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
চলতি বছরের ঈদুল আজহায় সারাদেশে মুক্তি পায় অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন: দ্য ডে’ সিনেমাটি। এটি নির্মাণ করেন সিনেমার পরিচালক-প্রযোজক মুস্তফা অতাশ জমজম। এতে ইরান, আফগানিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের শিল্পীরা অভিনয় করেছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন অনন্ত-বর্ষা

আপডেট সময় : ০২:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২

বিনোদন ডেস্ক : কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন ঢাকাই সিনেমার তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। মঙ্গলবার (০৪ অক্টোবর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে মিশরের উদ্দেশে রওনা দেন তারা।
জানা গেছে, ৫ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে আলেকজান্দ্রিয়া মেডিটেরেনিয়ান কান্ট্রিজ ফিল্ম ফেস্টিভ্যালের চলচ্চিত্র উৎসব। মিশরের সংস্কৃতি মন্ত্রণালয় ও আলেকজান্দ্রিয়া প্রশাসনের যৌথ আয়োজনে দেশটির রাজধানী কায়রোয় এ উৎসবের ৩৮তম আসর বসবে। সেখানে বাংলাদেশ থেকে ‘দিন: দ্য ডে’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন অনন্ত-বর্ষা।
এ প্রসঙ্গে অনন্ত জলিল জানান, ‘এটা সত্যিই দারুণ আনন্দের খবর। এ উৎসবটি চলচ্চিত্রের জন্য বেশ প্রসিদ্ধ। মিশরের সরকার সরাসরি এতে যুক্ত রয়েছে। এখানে আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে। এটা আমাদের দেশের চলচ্চিত্রের জন্য একটা বড় পাওয়া। ’
এই অভিনেতা আরো বলেন, ‘এই প্রথম বাংলাদেশি কোনো সেলিব্রিটি হিসেবে অফিশিয়াল ইনভাইটেশনে মিশরের কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি। এতে আমাদের খুব ভালো লাগছে। আমরা চাই বাংলাদেশের সিনেমাগুলো পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে, হয়তো সব দেশে সম্ভব হবে না। মালয়েশিয়ায় আমাদের সাফল্যের কথা ইতোমধ্যে জেনেছেন। ’
ভিডিও বার্তায় বর্ষা বলেন, আমরা এখন প্লেনে। দেখতেই পাচ্ছেন। কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন, এই প্রথম বাংলাদেশের কোনো সেলিব্রিটি মিশর ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ইনভাইটেশন পেয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
চলতি বছরের ঈদুল আজহায় সারাদেশে মুক্তি পায় অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন: দ্য ডে’ সিনেমাটি। এটি নির্মাণ করেন সিনেমার পরিচালক-প্রযোজক মুস্তফা অতাশ জমজম। এতে ইরান, আফগানিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের শিল্পীরা অভিনয় করেছেন।