বিনোদন প্রতিবেদক : মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’। এবার কায়রো চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছে সিনেমাটি। সেই উৎসবে বিশেষ উপস্থাপনা বিভাগে সিনেমাটি প্রদর্শিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ফারুকী নিজেই৷ তিনি জানান, কায়রো উৎসবে অংশ নেবেন এ সিনেমার অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। তার সঙ্গে থাকবেন এ আর রহমান, মেগান মিশেল। ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমা সংগীত পরিচালনা করছেন এ আর রহমান। পাশাপাশি তিনি সিনেমাটির সহপ্রযোজক হিসেবেও যুক্ত। মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এছাড়াও আছেন বাংলাদেশের তাহসান খান, অস্ট্রেলিয়ার মেগান মিশেল, ভারতের ঈশা চোপড়া, বিক্রম কোচার, কিরণ খোজে প্রমুখ। সিনেমাটির প্রযোজক হিসেবে আরও রয়েছেন ফরিদুর রেজা সাগর, নওয়াজউদ্দিন সিদ্দিকী, অঞ্জন চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, শ্রীহরি সাঠে। কো-প্রডিউসার বঙ্গবিডি।

























