আন্তর্জাতিক ডেস্ক : ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের বান্দিপোরায় সন্ত্রাসীদের হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে গুলশান চক এলাকায় এ হামলা হয়।
সন্ত্রাসীরা পুলিশ সদস্যদের ওপর গুলি ছুড়লে সার্জেন্ট মোহাম্মদ সুলতান ও ক্যাপ্টেন ফায়াজ আহমেদ গুরুতর আহত হন, হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। হামলাকারীদের ধরতে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু হয়েছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। এ হামলার নিন্দা ও নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২ পুলিশ সদস্য নিহত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ