আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারতীয় সেনাবাহিনীর গুলিতে এক পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। গতকাল রোববার ভারত সেনাবাহিনী পাকিস্তানকে এই মরদেহ ফিরিয়ে নিয়ে যেতে বলেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল জম্মু-কাশ্মীরের কেরান সেক্টরে নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশ চেষ্টাকালে ওই পাকিস্তানি সেনাকে গুলি করে ভারতীয় সেনাবাহিনী। নিহত ওই পাকিস্তানি সেনার নাম মোহাম্মাদ শাবির মালিক। তিনি পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের (বিএটি) সদস্য ছিলেন।
ভারতের সেনা কর্মকর্তা মেজর জেনারেল এএস পেন্ধারকার বলেন, কেরান সেক্টরে বিএটির সদস্যরা অনুপ্রবেশের চেষ্টা করেছিল। নিহত পাকিস্তানি সেনা সদস্যের কাছ থেকে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। এ ছাড়া পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া করোনার টিকার সনদও পাওয়া গেছে নিহতের কাছ থেকে। মেজর জেনারেল এএস পেন্ধারকার জানান, গত বছরের ফেব্রুয়ারিতে যে যুদ্ধবিরতি হয় তা লঙ্ঘন করার চেষ্টা করছিল পাক সেনারা।
কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনা নিহত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ