ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে লস্কর-ই-তইবার শীর্ষ নেতা নিহত

  • আপডেট সময় : ১১:৫১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • ১২৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলাগুলির ঘটনায় গতকাল মঙ্গলবার লস্কর-ই-তইবার শীর্ষ কম্যান্ডার নাদিম আব্রার নিহত হয়েছেন। এর আগে গত সোমবার তাকে কাশ্মীরের পারিমপোরা থেকে তাকে গ্রেফতার করেছিল পুলিশ এবং সিআরপিএফের যৌথবাহিনী।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সোমবার পারিমপোরা এলাকায় তল্লাশি চালায় যৌথবাহিনী। জাতীয় সড়কে হামলা চালাতে পারে জঙ্গিরা এমন খবর পাওয়ার পরই তল্লাশি চালাচ্ছিল বাহিনী। সেই সময় একটি গাড়িতে তল্লাশি করে গ্রেনেডসহ চালকসহ দু’জনকে আটক করে পুলিশ। পরে পুলিশ জানতে পারে তিনি লস্কর নেতা নাদিম আব্রার।
এরপর আব্রারকে জেরা করে মালুরা এলাকার একটি বাড়ির খোঁজ পায় পুলিশ। তবে সেখানে যে তার আরও সঙ্গী লুকিয়ে আছে সে কথা গোপন রাখে আব্রার। তাকে সঙ্গে নিয়ে ওই বাড়ি থেকে অস্ত্র উদ্ধারে যায় যৌথবাহিনী। বাড়ির ভিতরে ঢুকতে গেলেই যৌথবাহিনীর উপর হামলা চালায় ওই বাড়িতে লুকিয়ে থাকা আব্রারের সঙ্গী। পাল্টা জবাব দেয় বাহিনীও।
এই ঘটনায় এক জওয়ান আহত হয়েছেন। আব্রারের সঙ্গী নিহত হয় বাহিনীর গুলিতে। সেই সংঘর্ষে নিহত হয় আব্রারও।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে

কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে লস্কর-ই-তইবার শীর্ষ নেতা নিহত

আপডেট সময় : ১১:৫১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলাগুলির ঘটনায় গতকাল মঙ্গলবার লস্কর-ই-তইবার শীর্ষ কম্যান্ডার নাদিম আব্রার নিহত হয়েছেন। এর আগে গত সোমবার তাকে কাশ্মীরের পারিমপোরা থেকে তাকে গ্রেফতার করেছিল পুলিশ এবং সিআরপিএফের যৌথবাহিনী।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সোমবার পারিমপোরা এলাকায় তল্লাশি চালায় যৌথবাহিনী। জাতীয় সড়কে হামলা চালাতে পারে জঙ্গিরা এমন খবর পাওয়ার পরই তল্লাশি চালাচ্ছিল বাহিনী। সেই সময় একটি গাড়িতে তল্লাশি করে গ্রেনেডসহ চালকসহ দু’জনকে আটক করে পুলিশ। পরে পুলিশ জানতে পারে তিনি লস্কর নেতা নাদিম আব্রার।
এরপর আব্রারকে জেরা করে মালুরা এলাকার একটি বাড়ির খোঁজ পায় পুলিশ। তবে সেখানে যে তার আরও সঙ্গী লুকিয়ে আছে সে কথা গোপন রাখে আব্রার। তাকে সঙ্গে নিয়ে ওই বাড়ি থেকে অস্ত্র উদ্ধারে যায় যৌথবাহিনী। বাড়ির ভিতরে ঢুকতে গেলেই যৌথবাহিনীর উপর হামলা চালায় ওই বাড়িতে লুকিয়ে থাকা আব্রারের সঙ্গী। পাল্টা জবাব দেয় বাহিনীও।
এই ঘটনায় এক জওয়ান আহত হয়েছেন। আব্রারের সঙ্গী নিহত হয় বাহিনীর গুলিতে। সেই সংঘর্ষে নিহত হয় আব্রারও।