ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

কাশ্মিরে দুই স্কুল শিক্ষককে গুলি করে হত্যা

  • আপডেট সময় : ১২:৩২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • ৬৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে বেড়েছে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা। গত পাঁচ দিনে উপত্যকাটিতে ৭ জন বেসামরিক মানুষ হত্যাকা-ের শিকার হয়েছেন। গতকাল বৃহস্পতিবারও কাশ্মিরের একটি সরকারি স্কুলের দু’জন শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার জম্মু ও কাশ্মিরের শ্রীনগরে একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল ও আরও এক শিক্ষককে গুলি করে হত্যা করেছে বিচ্ছিন্নতাবাদীরা। পৃথক হামলার মাধ্যমে শ্রীনগরে ৩ বেসামরিক ব্যক্তিকে হত্যার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই হত্যাকা-ের ঘটনা ঘটল। আর গত পাঁচ দিনের হিসেবে উপত্যকাটিতে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত বেসামরিক মানুষের সংখ্যা দাঁড়াল ৭ জনে।
সংবাদমাধ্যমগুলো বলছে, গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে শ্রীনগরের ঠিক বাইরে সঙ্গম এলাকায় একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালায় কয়েকজন বিচ্ছিন্নতাবাদী। ঠিক কত জন বিচ্ছিন্নতাবাদী এই হামলার সঙ্গে যুক্ত ছিলেন তা এখনও নিশ্চিত নয়।
হামলার পর স্কুলটির অধ্যক্ষ সুপুন্দর কৌর (৪৪) ও দীপক চাঁদকে (৩৮) গুলি করে হত্যা করে তারা। ঘটনার পরে দু’জনকেই এসকেআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। নিহত নারী অধ্যক্ষ সুপুন্দর কৌর জাতিগতভাবে শিখ।
এদিকে সর্বশেষ এই হামলার জন্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)’-কে দায়ী করেছেন জম্মু ও কাশ্মিরের পুলিশ প্রধান দিলবাগ সিং। এনডিটিভি’র কাছে তিনি দাবি করেন, পাকিস্তানের করাচি থেকে টিআরএফ পরিচালনা করা হয়। নিহতরা কেউ কোনো গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না। বেসামরিক সকল মানুষের জীবন নিয়ে আমরা উদ্বিগ্ন। আরেক পুলিশ কর্মকর্তা জানান, গতকাল ‘বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে শ্রীনগর জেলার সঙ্গম ঈদগাহ এলাকার একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে দু’জন শিক্ষককে হত্যা করে বিচ্ছিন্নতাবাদীরা।’
এদিকে এই হামলার নিন্দা জানিয়েছেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘শ্রীনগর থেকে আবার খারাপ খবর এসেছে। এবার একটি সরকারি স্কুলের দুই শিক্ষককে হত্যা করা হয়েছে। এই অমানবিক সন্ত্রাসের নিন্দা জানানোর কোনো ভাষা নেই। নিহতদের আত্মার শান্তি কামনা করছি।’
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় কাশ্মিরে বিচ্ছিন্নতাবদীদের হামলায় তিনজন নিহত হয়েছিলেন। এক ঘণ্টার মধ্যে চালানো তিনটি পৃথক হামলায় তাদেরকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে একজন রসায়নবিদ, একজন হকার এবং অন্যজন ট্যাক্সি ক্যাব ড্রাইভার বলে জানিয়েছিল পুলিশ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কাশ্মিরে দুই স্কুল শিক্ষককে গুলি করে হত্যা

আপডেট সময় : ১২:৩২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে বেড়েছে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা। গত পাঁচ দিনে উপত্যকাটিতে ৭ জন বেসামরিক মানুষ হত্যাকা-ের শিকার হয়েছেন। গতকাল বৃহস্পতিবারও কাশ্মিরের একটি সরকারি স্কুলের দু’জন শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার জম্মু ও কাশ্মিরের শ্রীনগরে একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল ও আরও এক শিক্ষককে গুলি করে হত্যা করেছে বিচ্ছিন্নতাবাদীরা। পৃথক হামলার মাধ্যমে শ্রীনগরে ৩ বেসামরিক ব্যক্তিকে হত্যার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই হত্যাকা-ের ঘটনা ঘটল। আর গত পাঁচ দিনের হিসেবে উপত্যকাটিতে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত বেসামরিক মানুষের সংখ্যা দাঁড়াল ৭ জনে।
সংবাদমাধ্যমগুলো বলছে, গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে শ্রীনগরের ঠিক বাইরে সঙ্গম এলাকায় একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালায় কয়েকজন বিচ্ছিন্নতাবাদী। ঠিক কত জন বিচ্ছিন্নতাবাদী এই হামলার সঙ্গে যুক্ত ছিলেন তা এখনও নিশ্চিত নয়।
হামলার পর স্কুলটির অধ্যক্ষ সুপুন্দর কৌর (৪৪) ও দীপক চাঁদকে (৩৮) গুলি করে হত্যা করে তারা। ঘটনার পরে দু’জনকেই এসকেআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। নিহত নারী অধ্যক্ষ সুপুন্দর কৌর জাতিগতভাবে শিখ।
এদিকে সর্বশেষ এই হামলার জন্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)’-কে দায়ী করেছেন জম্মু ও কাশ্মিরের পুলিশ প্রধান দিলবাগ সিং। এনডিটিভি’র কাছে তিনি দাবি করেন, পাকিস্তানের করাচি থেকে টিআরএফ পরিচালনা করা হয়। নিহতরা কেউ কোনো গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না। বেসামরিক সকল মানুষের জীবন নিয়ে আমরা উদ্বিগ্ন। আরেক পুলিশ কর্মকর্তা জানান, গতকাল ‘বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে শ্রীনগর জেলার সঙ্গম ঈদগাহ এলাকার একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে দু’জন শিক্ষককে হত্যা করে বিচ্ছিন্নতাবাদীরা।’
এদিকে এই হামলার নিন্দা জানিয়েছেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘শ্রীনগর থেকে আবার খারাপ খবর এসেছে। এবার একটি সরকারি স্কুলের দুই শিক্ষককে হত্যা করা হয়েছে। এই অমানবিক সন্ত্রাসের নিন্দা জানানোর কোনো ভাষা নেই। নিহতদের আত্মার শান্তি কামনা করছি।’
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় কাশ্মিরে বিচ্ছিন্নতাবদীদের হামলায় তিনজন নিহত হয়েছিলেন। এক ঘণ্টার মধ্যে চালানো তিনটি পৃথক হামলায় তাদেরকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে একজন রসায়নবিদ, একজন হকার এবং অন্যজন ট্যাক্সি ক্যাব ড্রাইভার বলে জানিয়েছিল পুলিশ।