আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরে তালেবানের পক্ষ থেকে কোনও বিপদের আশঙ্কা নেই। অঞ্চলটি সম্পূর্ণ সুরক্ষিত। তাই তালেবানকে নিয়ে অযথা ভয় পাওয়ার কোনও কারণ নেই। গত রবিবার এমন মন্তব্য করেছেন ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা। ১৫ কর্পসের জেনারেল অফিসার কম্যান্ডিং লেফটেন্যান্ট জেনারেল ডিপি পা-ে বলেন, ‘কাশ্মিরের নিরাপত্তা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এ নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই।’
পাকিস্তান অধিকৃত কাশ্মিরের সঙ্গে টানা ১০৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে আফগানিস্তানের। সীমান্ত লাগোয়া ১২টি আফগান প্রদেশ। কাশ্মিরে এই সীমান্ত লাগোয়া এলাকাগুলো হচ্ছে খাইবার পাখতুনখাওয়া, বেলুচিস্তান ও গিলগিট বালতিস্তান।
তালেবান আফগানিস্তান দখলের পরই সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। রবিবার ভারতীয় সেনাবাহিনীর ১৫ কর্পসের জেনারেল অফিসার কম্যান্ডিং লেফটেন্যান্ট জেনারেল ডিপি পা-ে বলেন, ‘কাশ্মিরের নিরাপত্তা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এ নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই।’
গত রবিবার জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে কাশ্মির স্টেডিয়ামে কাশ্মির প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানেই প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন পা-ে। তালেবানকে নিয়ে ভয়ের কোনও কারণ নেই, আগেও এমন দাবি করেছিলেন তিনি। কয়েক দিন আগেও পা-ে দাবি করেছিলেন, তালেবান যদি ভারতের সীমান্তে এসেও পড়ে, তবে তাদের এলওসি’র দুর্ভেদ্য প্রাচীর মোকাবিলা করতে হবে। ভারতীয় সেনাবাহিনী এ ধরনের আক্রমণ প্রতিহত করতে সক্ষম। তাই তালেবান চাইলেই কিছু করতে পারবে না।
কাশ্মিরের কোনও ক্ষতি করতে পারবে না তালেবান : ভারতীয় কর্মকর্তা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ