ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

কাশ্মিরের উমরানকে ভারতীয় দলে দেখতে চান হরভজন

  • আপডেট সময় : ১১:১৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
  • ১৩৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএলে প্রতি ম্য়াচেই চমকে দিচ্ছেন জম্মু ও কাশ্মীরের তরুণ পেসার উমরান মালিক। ‘শ্রীনগর এক্সপ্রেস’-এর আগুনে পেসে পাঞ্জাব কিংস ভস্মীভূত হয়েছে গতকালের ম্যাচে। ২০তম ওভারে তিন উইকেটসহ মেডেন আদায় করেছেন উমরান, ২৮ রানের বিনিময়ে শিকার করেছেন পাঞ্জাবের ৪টি উইকেট। দুর্দান্ত বোলিংয়ে উমরান এরই মধ্যে জায়গা করে নিয়েছেন ক্রিকেট মহারথীদের হৃদয়ে।
উমরানকে ভারতের জার্সিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখতে চান হরভজন সিংও। এক টিভি অনুষ্ঠানে ভারতের সাবেক স্পিনার হরভজন বলেন, ‘উমরানের এখন শুধু নীল জার্সিটা পরাই বাকি। আশা করি, সে (উমরান) দ্রুত সেটা পেয়ে যাবে। এ বছরই অস্ট্রেলিয়ার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ভারতীয় দলে থাকার সবচেয়ে বড় দাবিদার সে। অস্ট্রেলিয়ায় সে হতে পারে ভারতের ম্যাচ উইনার। ’ আইপিএলে ১৫ বছরের ইতিহাসে নয়শ’র বেশি ম্যাচে এই নিয়ে মাত্র তৃতীয়বার ২০তম ওভারটি মেডেন হওয়ার ঘটনা ঘটল। এই পরিসংখ্যানই উমরানের কৃতিত্ব বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ১৫০ কিলোমিটার গতির আশেপাশে বল করা কোনো বোলার যেকোনো দলেরই সম্পদ। উমরানের কাছে গতি তো ছিলই, আর এই মৌসুমে প্রতিটি ম্যাচের সঙ্গে সঙ্গে তাঁর নিয়ন্ত্রণ এবং উইকেট সংখ্যাও বাড়ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কাশ্মিরের উমরানকে ভারতীয় দলে দেখতে চান হরভজন

আপডেট সময় : ১১:১৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২

ক্রীড়া ডেস্ক : সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএলে প্রতি ম্য়াচেই চমকে দিচ্ছেন জম্মু ও কাশ্মীরের তরুণ পেসার উমরান মালিক। ‘শ্রীনগর এক্সপ্রেস’-এর আগুনে পেসে পাঞ্জাব কিংস ভস্মীভূত হয়েছে গতকালের ম্যাচে। ২০তম ওভারে তিন উইকেটসহ মেডেন আদায় করেছেন উমরান, ২৮ রানের বিনিময়ে শিকার করেছেন পাঞ্জাবের ৪টি উইকেট। দুর্দান্ত বোলিংয়ে উমরান এরই মধ্যে জায়গা করে নিয়েছেন ক্রিকেট মহারথীদের হৃদয়ে।
উমরানকে ভারতের জার্সিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখতে চান হরভজন সিংও। এক টিভি অনুষ্ঠানে ভারতের সাবেক স্পিনার হরভজন বলেন, ‘উমরানের এখন শুধু নীল জার্সিটা পরাই বাকি। আশা করি, সে (উমরান) দ্রুত সেটা পেয়ে যাবে। এ বছরই অস্ট্রেলিয়ার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ভারতীয় দলে থাকার সবচেয়ে বড় দাবিদার সে। অস্ট্রেলিয়ায় সে হতে পারে ভারতের ম্যাচ উইনার। ’ আইপিএলে ১৫ বছরের ইতিহাসে নয়শ’র বেশি ম্যাচে এই নিয়ে মাত্র তৃতীয়বার ২০তম ওভারটি মেডেন হওয়ার ঘটনা ঘটল। এই পরিসংখ্যানই উমরানের কৃতিত্ব বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ১৫০ কিলোমিটার গতির আশেপাশে বল করা কোনো বোলার যেকোনো দলেরই সম্পদ। উমরানের কাছে গতি তো ছিলই, আর এই মৌসুমে প্রতিটি ম্যাচের সঙ্গে সঙ্গে তাঁর নিয়ন্ত্রণ এবং উইকেট সংখ্যাও বাড়ছে।