বাখতাস আবিতন : কালো বলতে রাত্রিকে বুঝি
বিদায় বলার পর তোমার ভেজা কণ্ঠকে
অন্ধকার গলির মতো লাগে।
বন্ধু…
আমি থাকি বা না থাকি
প্রতি সন্ধ্যায়,
আমার স্বপ্ন
তোমাকে চুমু খাবে গলির ভিতরে।
সাদা দেখলে হাসপাতাল হাসপাতাল লাগে
ফ্যানের পাতলা ব্লেডে
পৃথিবী এখনো ঘুরছে আমাকে ঘিরে
তুমি এখানে নেই, তাই
রাত্রির পা ধুইয়ে দেই
ঢেকে নেই সাদা কম্বলে
ভান করি, মরে গেছি
মরে গেছি একেবারে।
কালো রাত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ