সোহেল রানা, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় আল-আবরার ইন্টারন্যাশনাল হিফ্জ মাদ্রাসার এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
মৃত ছাত্র যশোরের কেশবপুর উপজেলার হামিদুল ইসলামের ছেলে হাবিব উল্লাহ (১২)।
পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা যায়, কালিয়াকৈরের বাইপাস এলাকায় লতিফ হোসেনের বিল্ডিং এ অবস্থিত আল-আবরার ইন্টারন্যাশনাল হিফ্জ মাদ্রাসা। এই মাদ্রাসার হিফ্জ বিভাগের ছাত্র ছিল হাবিব উল্লাহ। তার বাবা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের ইমাম। হাবিবউল্লাহ বাবা-মায়ের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে বসবাস করতো।
খোঁজ নিয়ে জানা যায়, কয়েক বছর আগে বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি হয় এবং মাদ্রাসাটির আবাসিক ছাত্র ছিল সে। প্রতিদিনেয় মতো পড়তে থাকার একপর্যায়ে বিকাল তিনটার দিকে টয়লেটে যায় হাবিবউল্লাহ। দীর্ঘ সময় টয়লেট থেকে বের না হওয়ায় মাদ্রাসার শিক্ষক দারোয়ানকে হাবিবউল্লাহর খোঁজ নিতে বলেন। দারোয়ান টয়লেটের দরজা ভেঙে দেখে টয়লেটের ভেতরে টাওয়ালের সঙ্গে ঝুলে আছে।
পরে কালিয়াকৈর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক এস আই ফাইজুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সানা/এসি/আপ্র/১৪/০১/২০২৬



















