সোহেল রানা, কালিয়াকৈর (গাজীপুর ) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে দেশীয় ৩৫টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন বিভাগের একটি টিম।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি টিম অভিযান চালিয়ে এই প্রাণিগুলো উদ্ধার করে।
উপজেলার সফিপুর হাটে অভিযান চালিয়ে ১০টি টিয়া, ১২টি শালিক এবং ২টি তিলা ঘুঘু উদ্ধার করা হয়।
অপরদিকে উপজেলার মকশবিল এলাকায় অভিযান চালিয়ে ৬টি বাদুর, ২টি শালিক ও ২টি মাছরাঙ্গা মৃত অবস্থায় উদ্ধার করা হয় । এ সময় প্রায় দুইশত মিটার জাল জব্দ করা হয়। স্থানীয় লোকজনের সামনে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় ও মৃত বন্যপ্রাণীদের মাটি চাপা দেওয়া হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মোঃ সাদেকুল ইসলাম ও মোঃ কামরুল ইসলামসহ বাগানমালী শেখ জসিম।
বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা জানান, বন্যপ্রাণী ক্রয় – বিক্রয়, খাওয়া-দাওয়া, শিকার করা, পাচার করা, আটকে রাখা আইনত দন্ডনীয় অপরাধ। এই অপরাধে অপরাধী এক বছরের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন।
সানা/ওআ/আপ্র/১৫/০১/২০২৬






















