সোহেল রানা, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় খোকন সরকার নামের একজন স্থানীয় বাসিন্দার মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার লতিফপুর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপজেলার চাপাইর ইউনিয়ন ও পাইকপাড়া এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন সংশ্লিষ্টদের অভিযোগ থেকে জানা যায়, স্ত্রী তাজিন-এর পরকীয়ার জেরে গত ১২ অক্টোবর দিবাগত রাতে স্বামী খোকন সরকার-এর মৃত্যুর ঘটনা ঘটে। খোকন উপজেলার পাইকপাড়া এলাকার শাহজাহান সরকারের ছেলে। স্ত্রী তাজিন-এর সাথে উৎস্য নামের এক ছেলের পরকীয়ার জের ধরে খোকনের মৃত্যু বলে মানববন্ধনকারী কয়েকজন অভিযোগ করেছেন।
এর মধ্যে বাবুল হোসেন, বারেক সিকদার, সুজন হোসেন, শরিফ জানান- দশ বছর আগে তাজিন ও খোকনের বিয়ে হয়। তাদের এক পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাদের পরিবারে ঝগড়া লেগেই থাকতো। চাকুরির সুবাদে খোকন শ্বশুর বাড়ি কালিয়াকৈর পৌরসভার কালামপুর এলাকায় বসবাস করতেন। কিন্তু স্ত্রীর পরকীয়া অতীষ্ঠ করেছে খোকনের জীবন। তারা বলেন, আমরা খোকনের এই অস্বাভাবিক মৃত্যুর বিচার চাই।
খোকনের মা কোহিনূর বেগম জানান, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে; আমরা এর বিচার চাই।
সানা/আপ্র/১৯/১১/২০২৫


























