ঢাকা ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
গণমাধ্যমকে ‘ইসির ঢোল’ বাজিয়ে দিতে বললেন সিইসি

আ.লীগের ভোটারদের নিয়ে যা জানা গেল

  • আপডেট সময় : ০৯:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

জাতীয় নির্বাচন সামনে রেখে সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা সুন্দর নির্বাচন করতে চাই। তবে, এই ঢোলটা বাজিয়ে দেওয়ার জন্য গণমাধ্যমকে অনুরোধ জানান তিনি।
অন্যদিকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও দলটির সমর্থক ভোটাররা এ দেশের নাগরিক। তাদের নিয়ে নির্বাচন কমিশন (ইসি) কী ভাবছে, তা স্পষ্ট করে জানানোর আহ্বান জানানো হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে এ প্রশ্ন উঠেছে।

সংলাপে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, আওয়ামী লীগ যেটা কার্যক্রম নিষিদ্ধ আছে সেটার ব্যাপারে আপনাদের (ইসির) বক্তব্য আমরা জানতে চাই। না হলে তো এটা গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগের ভোটারদের তো আপনি বাদ দিতে পারবেন না। তারা তো দেশের নাগরিক। তারা যদিও অনুশোচনা করেনি, এখনো পর্যন্ত প্রায়শ্চিত্ত করেনি, অনুতপ্ত হয়নি। কিন্তু এরপরও তাদের বাদ দিয়ে তো নির্বাচনটা হতে পারে না।

তবে একটি দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না এমনটি নয় বলে মনে করছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান। সংলাপে তিনি বলেন, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক বলে দুটি শব্দ আছে। একটি দল তাদের অতীত অপকর্মের জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা চ্যালেঞ্জ যে তাদের সমর্থকেরা ভোটকেন্দ্রে আসবেন কি না। তবে নির্বাচনকে যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা যায় এবং মানুষকে উৎসাহিত করা গেলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে।

মারুফ কামাল খানের সঙ্গে দ্বিমত জানিয়েছে দৈনিক খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল। আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক না হলে সমাজ আরো বিভাজনের দিকে যাবে বলে সতর্ক করেছেন তিনি।

সংলাপে মোস্তফা কামাল বলেন, সবাই ভোটে অংশগ্রহণ করতে পারলে সংঘাতের আশঙ্কা কমবে। ইসিকে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে, সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে এবং সমাজের কোনো অংশ বাদ থাকবে না।

দেশের প্রায় ৫০ শতাংশ এখন নির্বাচনের বাইরে থেকে যাচ্ছে উল্লেখ করে মোস্তফা কামাল বলেন, সাধারণ মানুষের তো কোনো দোষ নেই। তারা তো ফ্যাসিবাদ না। উৎসবমুখর নির্বাচনের উৎসব অর্ধেক মানুষকে বাইরে রেখে হতে পারে না। তাদেরকে কীভাবে আনা যাবে, বিচারপ্রক্রিয়া কত দ্রুত করা যায়, সেটি নিয়ে ভাবতে হবে।

সংলাপে সাংবাদিক ও সম্পাদকেরা যেসব বিষয় তুলেছেন, সেগুলো নিয়ে শেষে কথা বলেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তবে আওয়ামী লীগের ভোটারদের নিয়ে প্রশ্নের কোনো জবাব দেননি তিনি।

গণমাধ্যমকে ‘ইসির ঢোল’ বাজাতে বললেন সিইসি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা সুন্দর নির্বাচন করতে চাই। তবে, এই ঢোলটা বাজিয়ে দেওয়ার জন্য গণমাধ্যমকে অনুরোধ জানান তিনি। গণমাধ্যমের উদ্দেশ্যে সিইসি বলেন, একটা মূল্যবান পরামর্শ এসেছে। আমি খুব একটা সময় নেব না। আমরা আশা করি ভবিষ্যতেও আপনাদের(গণমাধ্যম) আমি পাব। সকালে বলেছিলাম আমাদের নিজের ঢোল নিজেরা বাজাতে চাই না। আমাদের পক্ষ হয়ে আপনারা(গণমাধ্যম) একটু বাজিয়ে দেন। একটু সুন্দর ঢোল বাজাবেন, আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। এই ঢোলটা একটু আপনারা বাজাবেন আমাদের পক্ষ হইয়া।
‘কারণ, আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। ইনশাল্লাহ চেষ্টারও কোনো ত্রুটি থাকবে না। লিমিটেশনের মধ্যে একটা সুন্দর নির্বাচন করতে সার্বিক চেষ্টা করব। সবাইকে নিয়ে জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে আপনাদের সহযোগিতা চাই।’

আসন্ন ভোটে এআই অপব্যবহারের শঙ্কা জানিয়ে সিইসি বলেন, আপনারা অনেক মূল্যমান পরামর্শ দিয়েছেন। কানাডার হাইকমিশনার আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। উনার সঙ্গে আমরা সাহায্য চেয়েছিলাম এআই নিয়ে। আমি বলেছিলাম তোমরা(কানাডিয়ান হাইকমিশনার) তো ইলেকশন করলা, আমাদেরকে একটু সাহায্য করো— কীভাবে এআই-এর অপব্যবহার রোধ করা যায়? কানাডার হাইকমিশনও বলে তার দেশেও এআই বড় সমস্যা। তারাও অনেক কিছু করেছে কিন্তু এআই কন্ট্রোল করতে পারেনি। তারা চেষ্টা করে কিছুটা কমিয়েছে কিন্তু রোধ করতে পারেনি। আমাদেরও এআই নিয়ে অনেক সমস্যায় ভুগতে হবে। উনিও আমাদের ভরসা দিতে পারেননি।

ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজের সঞ্চালনায় সংলাপে চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/০৬/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

গণমাধ্যমকে ‘ইসির ঢোল’ বাজিয়ে দিতে বললেন সিইসি

আ.লীগের ভোটারদের নিয়ে যা জানা গেল

আপডেট সময় : ০৯:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা সুন্দর নির্বাচন করতে চাই। তবে, এই ঢোলটা বাজিয়ে দেওয়ার জন্য গণমাধ্যমকে অনুরোধ জানান তিনি।
অন্যদিকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও দলটির সমর্থক ভোটাররা এ দেশের নাগরিক। তাদের নিয়ে নির্বাচন কমিশন (ইসি) কী ভাবছে, তা স্পষ্ট করে জানানোর আহ্বান জানানো হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে এ প্রশ্ন উঠেছে।

সংলাপে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, আওয়ামী লীগ যেটা কার্যক্রম নিষিদ্ধ আছে সেটার ব্যাপারে আপনাদের (ইসির) বক্তব্য আমরা জানতে চাই। না হলে তো এটা গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগের ভোটারদের তো আপনি বাদ দিতে পারবেন না। তারা তো দেশের নাগরিক। তারা যদিও অনুশোচনা করেনি, এখনো পর্যন্ত প্রায়শ্চিত্ত করেনি, অনুতপ্ত হয়নি। কিন্তু এরপরও তাদের বাদ দিয়ে তো নির্বাচনটা হতে পারে না।

তবে একটি দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না এমনটি নয় বলে মনে করছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান। সংলাপে তিনি বলেন, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক বলে দুটি শব্দ আছে। একটি দল তাদের অতীত অপকর্মের জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা চ্যালেঞ্জ যে তাদের সমর্থকেরা ভোটকেন্দ্রে আসবেন কি না। তবে নির্বাচনকে যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা যায় এবং মানুষকে উৎসাহিত করা গেলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে।

মারুফ কামাল খানের সঙ্গে দ্বিমত জানিয়েছে দৈনিক খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল। আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক না হলে সমাজ আরো বিভাজনের দিকে যাবে বলে সতর্ক করেছেন তিনি।

সংলাপে মোস্তফা কামাল বলেন, সবাই ভোটে অংশগ্রহণ করতে পারলে সংঘাতের আশঙ্কা কমবে। ইসিকে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে, সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে এবং সমাজের কোনো অংশ বাদ থাকবে না।

দেশের প্রায় ৫০ শতাংশ এখন নির্বাচনের বাইরে থেকে যাচ্ছে উল্লেখ করে মোস্তফা কামাল বলেন, সাধারণ মানুষের তো কোনো দোষ নেই। তারা তো ফ্যাসিবাদ না। উৎসবমুখর নির্বাচনের উৎসব অর্ধেক মানুষকে বাইরে রেখে হতে পারে না। তাদেরকে কীভাবে আনা যাবে, বিচারপ্রক্রিয়া কত দ্রুত করা যায়, সেটি নিয়ে ভাবতে হবে।

সংলাপে সাংবাদিক ও সম্পাদকেরা যেসব বিষয় তুলেছেন, সেগুলো নিয়ে শেষে কথা বলেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তবে আওয়ামী লীগের ভোটারদের নিয়ে প্রশ্নের কোনো জবাব দেননি তিনি।

গণমাধ্যমকে ‘ইসির ঢোল’ বাজাতে বললেন সিইসি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা সুন্দর নির্বাচন করতে চাই। তবে, এই ঢোলটা বাজিয়ে দেওয়ার জন্য গণমাধ্যমকে অনুরোধ জানান তিনি। গণমাধ্যমের উদ্দেশ্যে সিইসি বলেন, একটা মূল্যবান পরামর্শ এসেছে। আমি খুব একটা সময় নেব না। আমরা আশা করি ভবিষ্যতেও আপনাদের(গণমাধ্যম) আমি পাব। সকালে বলেছিলাম আমাদের নিজের ঢোল নিজেরা বাজাতে চাই না। আমাদের পক্ষ হয়ে আপনারা(গণমাধ্যম) একটু বাজিয়ে দেন। একটু সুন্দর ঢোল বাজাবেন, আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। এই ঢোলটা একটু আপনারা বাজাবেন আমাদের পক্ষ হইয়া।
‘কারণ, আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। ইনশাল্লাহ চেষ্টারও কোনো ত্রুটি থাকবে না। লিমিটেশনের মধ্যে একটা সুন্দর নির্বাচন করতে সার্বিক চেষ্টা করব। সবাইকে নিয়ে জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে আপনাদের সহযোগিতা চাই।’

আসন্ন ভোটে এআই অপব্যবহারের শঙ্কা জানিয়ে সিইসি বলেন, আপনারা অনেক মূল্যমান পরামর্শ দিয়েছেন। কানাডার হাইকমিশনার আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। উনার সঙ্গে আমরা সাহায্য চেয়েছিলাম এআই নিয়ে। আমি বলেছিলাম তোমরা(কানাডিয়ান হাইকমিশনার) তো ইলেকশন করলা, আমাদেরকে একটু সাহায্য করো— কীভাবে এআই-এর অপব্যবহার রোধ করা যায়? কানাডার হাইকমিশনও বলে তার দেশেও এআই বড় সমস্যা। তারাও অনেক কিছু করেছে কিন্তু এআই কন্ট্রোল করতে পারেনি। তারা চেষ্টা করে কিছুটা কমিয়েছে কিন্তু রোধ করতে পারেনি। আমাদেরও এআই নিয়ে অনেক সমস্যায় ভুগতে হবে। উনিও আমাদের ভরসা দিতে পারেননি।

ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজের সঞ্চালনায় সংলাপে চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/০৬/১০/২০২৫