ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

কার্যকর হলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের পাল্টা শুল্ক

  • আপডেট সময় : ০৪:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও তীব্রতর হলো। কারণ যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর পাল্টা আমদানি শুল্ক কার্যকর করেছে চীন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হতে যাচ্ছে এটি। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বেশি দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বেইজিং গত ৪ ফেব্রুয়ারি এই পাল্টা শুল্কের ঘোষণা দেয়, কয়েক মিনিট পরই যুক্তরাষ্ট্রের নতুন ১০% শুল্ক চীনা পণ্যের ওপর কার্যকর হয়।

যুক্তরাষ্ট্র সব চীনা পণ্যের ওপর নতুন করে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর করার কয়েক মিনিট পরেই গত ৪ ফেব্রুয়ারি মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্কের ঘোষণা দেয় বেইজিং।

চীনের সর্বশেষ শুল্কারোপ করা মার্কিন পণ্যের মধ্যে কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রয়েছে। এসব পণ্যের ওপর ১৫ শতাংশ সীমান্ত কর আরোপ করা হয়েছে। এ ছাড়া মার্কিন অপরিশোধিত জ্বালানি তেল, কৃষি যন্ত্রপাতি ও বড় ইঞ্জিনের গাড়ির ওপর ১০ শতাংশ শুল্কারোপ করা হয়েছে।

গত সপ্তাহে চীনা কর্তৃপক্ষ প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে একচেটিয়া বাণিজ্যবিরোধী তদন্ত শুরু করেছে। অন্যদিকে ব্র্যান্ড ডিজাইন কেলভিন ক্লেইন ও টমি হিলফিগারের মার্কিন মালিক পিভিএইচকে বেইজিংয়ের তথাকথিত ‘অনির্ভরযোগ্য সংস্থার’ তালিকায় যুক্ত করা হয়েছে।

এর আগে রোববার ট্রাম্প ঘোষণা করেন যে তিনি যুক্তরাষ্ট্রে আমদানি করা সব স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। সোমবার এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

সুপার বলের উদ্দেশে এয়ার ফোর্স ওয়ানে থাকা অবস্থায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অন্যান্য দেশগুলোর ওপরও পাল্টা শুল্ক বসানোর পরিকল্পনা রয়েছে। তবে তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম বলেননি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করবো: উপদেষ্টা মাহফুজ

কার্যকর হলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের পাল্টা শুল্ক

আপডেট সময় : ০৪:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

প্রত্যাশা ডেস্ক: বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও তীব্রতর হলো। কারণ যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর পাল্টা আমদানি শুল্ক কার্যকর করেছে চীন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হতে যাচ্ছে এটি। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বেশি দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বেইজিং গত ৪ ফেব্রুয়ারি এই পাল্টা শুল্কের ঘোষণা দেয়, কয়েক মিনিট পরই যুক্তরাষ্ট্রের নতুন ১০% শুল্ক চীনা পণ্যের ওপর কার্যকর হয়।

যুক্তরাষ্ট্র সব চীনা পণ্যের ওপর নতুন করে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর করার কয়েক মিনিট পরেই গত ৪ ফেব্রুয়ারি মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্কের ঘোষণা দেয় বেইজিং।

চীনের সর্বশেষ শুল্কারোপ করা মার্কিন পণ্যের মধ্যে কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রয়েছে। এসব পণ্যের ওপর ১৫ শতাংশ সীমান্ত কর আরোপ করা হয়েছে। এ ছাড়া মার্কিন অপরিশোধিত জ্বালানি তেল, কৃষি যন্ত্রপাতি ও বড় ইঞ্জিনের গাড়ির ওপর ১০ শতাংশ শুল্কারোপ করা হয়েছে।

গত সপ্তাহে চীনা কর্তৃপক্ষ প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে একচেটিয়া বাণিজ্যবিরোধী তদন্ত শুরু করেছে। অন্যদিকে ব্র্যান্ড ডিজাইন কেলভিন ক্লেইন ও টমি হিলফিগারের মার্কিন মালিক পিভিএইচকে বেইজিংয়ের তথাকথিত ‘অনির্ভরযোগ্য সংস্থার’ তালিকায় যুক্ত করা হয়েছে।

এর আগে রোববার ট্রাম্প ঘোষণা করেন যে তিনি যুক্তরাষ্ট্রে আমদানি করা সব স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। সোমবার এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

সুপার বলের উদ্দেশে এয়ার ফোর্স ওয়ানে থাকা অবস্থায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অন্যান্য দেশগুলোর ওপরও পাল্টা শুল্ক বসানোর পরিকল্পনা রয়েছে। তবে তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম বলেননি।